#আগড়তলা: বিজেপির ত্রিপুরা-জয়ের পর বাহাত্তর ঘণ্টাও কাটেনি। শপথ নেননি নতুন মুখ্যমন্ত্রী। এর মাঝেই ভোট পরবর্তী হিংসায় জ্বলছে ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার পর সাবরুমে লেনিনের মূর্তি ভাঙা হল। বিজেপির বিরুদ্ধে রাজ্যে একের পর এক পার্টি অফিস দখলের অভিযোগে সরব সিপিএম। পশ্চিম ত্রিপুরায় জারি একশো চুয়াল্লিশ ধারা। যদিও বিজেপির সাফাই, জনরোষের কারণেই এই ঘটনা।
ত্রিপুরা দখলের পর এখনও দায়িত্ব নেননি নতুন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসায় জ্বলছে ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। রীতিমতো বুলডোজায় দিয়ে মূর্তিটি ভাঙার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শুধু বিলোনিয়া নয়,হিংসার আঁচ ছড়িয়েছে পশ্চিম ত্রিপুরাতেও। বহু জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে।রাজ্যেজুড়ে ইতিমধ্যেই সিপিএমের প্রায় আড়াইশোটি পার্টি অফিস বেদখল হয়েছে বলে অভিযোগ। অসংগঠিত শ্রমিক সংগঠনের সব পার্টি অফিসই বিজেপির দখলে। গোমতী জেলা পার্টি অফিস দখলের সময় কর্মীদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ সিপিএমের।
মন্দাই পার্টি অফিস দখল করতে যায় বিজেপি কর্মীরা। সেখানে সিপিএম কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজ্যের ২১ টি কলেজ কাউন্সিলও বিজেপি দখল করেছে বলে অভিযোগ। নন্দনগরে ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয় সিপিএমের পার্টি অফিস।
এই সব ঘটনা আমজনতার রোষেই বলে সাফাই বিজেপির।
ত্রিপুরা-জয়ের আগে চলো পাল্টাইয়ের স্লোগান দিয়েছিল বিজেপি। বদল নয়, আপাতত বদলার আগুনে জ্বলছে উত্তর পূর্বের এই রাজ্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।