Home /News /national /
আপনার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও আপলোড হয়ে যেতে পারে পর্ন সাইটে! সাবধান হোন

আপনার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও আপলোড হয়ে যেতে পারে পর্ন সাইটে! সাবধান হোন

Representative Image

Representative Image

 • Share this:

  #নয়াদিল্লি: হোয়াটস্অ্যাপ বা স্কাইপে ভিডিও কল করা তো নতুন কোনও ব্যাপার নয়৷ তবে এই ভিডিও কলই আপনাকে মারাত্মক সমস্যার মুখে ফেলতে পারে৷ আপনার ব্যক্তিগত ভিডিও আপনারই অজান্তে ব্যবহার হয়ে যেতে পারে কোনও পর্ন সাইটে৷

  অধিকাংশ সময় এমন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন নব দম্পতি কিংবা ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন এমন দম্পতিরা৷ সাইবার সেলের কাছে প্রায়ই অভিযোগ আসছে যে, ব্যক্তিগত ভিডিও কল আপলোড হয়ে গেছে কোনও পর্নসাইটে৷ গত নভেম্বর মাসে এমনই অভিযোগ করেছেন ২৫ বছর বয়সী এক মহিলা৷ তিনি জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে তাঁর বিয়ে হওয়ার কথা৷ তিনি তাঁর হবু স্বামীর সঙ্গে স্কাইপে ভিডিও কল করছিলেন৷ সে সময় তাঁর কলটি হ্যাক করা হয়৷ এবং পরবর্তী সময়ে দেখা যায় বিভিন্ন পর্ন সাইটে ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে৷ এই অভিযোগ জানিয়ে তিনি সাইবার সেলের সাহায্য চেয়েছেন৷ যদিও হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ক্রিপ্টেড৷ তবুও কোনও ব্যক্তিগত মুহূর্তে ভিডিও কল না করাই ভাল বলে মত সাইবার বিশেষজ্ঞদের৷ উন্নত প্রযুক্তির সাহায্যে হ্যাকাররা খুব সহজেই হ্যাক করছে আইপি অ্যাড্রেস৷ সেখান থেকেই ভিডিও-কলিংয়ের লাইভ স্ট্রিমিং হচ্ছে৷ আর গোটা বিষয়টিই অজানা থেকে যাচ্ছে যাঁদের ভিডিও কল হ্যাক করা হচ্ছে তাঁদের৷

  First published:

  Tags: Couple, Crime, Cyber Crime, Distance Relationship, Porn Site, Porn Video

  পরবর্তী খবর