হোম /খবর /দেশ /
‘ওম জয় জগদীশ’ গান গেয়ে পুজোর থালা নিয়ে লকডাউন ভাঙা যুবতদের আরতি করল পুলিশ

‘ওম জয় জগদীশ’ গান গেয়ে পুজোর থালা নিয়ে লকডাউন ভাঙা যুবতদের আরতি করল পুলিশ

লকডাউন ভেঙে রাস্তায় বেরনো একদল যুবককে ডেকে এনে আরতি করল মহারাষ্ট্র পুলিশ। শুধু তাই নয়, আরতির সঙ্গে সঙ্গে ‘ওম জয় জগদীশ’ গানও করেন তাঁরা ।

  • Last Updated :
  • Share this:

#মহারাষ্ট্র: বারবার নিষেধ করা হচ্ছে। বারবার লকডাউন মানতে অনুরোধ করা হচ্ছে । কিন্তু তারপরেও বিভিন্ন অজুহাতে রাস্তায় নেমে আসছেন সাধারণ মানুষ । মানুষকে ঘরের ভিতরে রাখতে নানারকম পন্থাও অবলম্বন করছে পুলিশ । কখনও গান গেয়ে, কখনও ভয় দেখিয়ে, কখনও বা বুঝিয়ে-সুঝিয়ে মানুষকে সাবধানতার পাঠ দিচ্ছে পুলিশ। এবার তাঁরা একেবারে আরতির থালা হাতে উপস্থিত হলেন । লকডাউন ভেঙে রাস্তায় বেরনো একদল যুবককে ডেকে এনে আরতি করল মহারাষ্ট্র পুলিশ। শুধু তাই নয়, আরতির সঙ্গে সঙ্গে ‘ওম জয় জগদীশ’ গানও করেন তাঁরা । সেই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

Published by:Simli Raha
First published:

Tags: Aarti, Lockdown, Om Jai Jagdish Hare