#মহারাষ্ট্র: বারবার নিষেধ করা হচ্ছে। বারবার লকডাউন মানতে অনুরোধ করা হচ্ছে । কিন্তু তারপরেও বিভিন্ন অজুহাতে রাস্তায় নেমে আসছেন সাধারণ মানুষ । মানুষকে ঘরের ভিতরে রাখতে নানারকম পন্থাও অবলম্বন করছে পুলিশ । কখনও গান গেয়ে, কখনও ভয় দেখিয়ে, কখনও বা বুঝিয়ে-সুঝিয়ে মানুষকে সাবধানতার পাঠ দিচ্ছে পুলিশ। এবার তাঁরা একেবারে আরতির থালা হাতে উপস্থিত হলেন । লকডাউন ভেঙে রাস্তায় বেরনো একদল যুবককে ডেকে এনে আরতি করল মহারাষ্ট্র পুলিশ। শুধু তাই নয়, আরতির সঙ্গে সঙ্গে ‘ওম জয় জগদীশ’ গানও করেন তাঁরা । সেই ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
#WATCH: Police perform 'aarti' of people who were out on the streets for morning walk amid #Coronaviruslockdown in Thane, today. #Maharashtra pic.twitter.com/aqHk6SFZom
— ANI (@ANI) April 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aarti, Lockdown, Om Jai Jagdish Hare