#রায়পুর: মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। পুলিশি এনকাউন্টারে খতম ৪ মাওবাদী। শুক্রবার রাতে রায়পুর থেকে ১৭০ কিমি পশ্চিমে, ছত্তীসগড়ের রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। মাওবাদীদের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা যায়।
রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপারিনটেনড্যান্ট জানিয়েছেন, 'মাওবাদী ও পুলিশের গুলির লাড়াইয়ে আমাদের এক পুলিশ কর্মী নিহত হন। ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরিহিত ৪ মাওবাদীর দেহ, AK-47, self-loading rifle-সহ চারটি অস্ত্র উদ্ধার হয়েছে।'
One Police Sub Inspector (SI) lost his life and 4 naxals killed in an encounter near Pardhoni village under Manpur police station limits. Bodies of the 4 naxals, 1 AK-47 rifle, 1 SLR weapon and two .315 bore rifles recovered: GN Baghel, ASP Rajnandgaon #Chhattisgarh https://t.co/aEI2XgvTyE pic.twitter.com/OErfVUshNF
— ANI (@ANI) May 9, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।