হোম /খবর /দেশ /
শ্রীনগরের সব জঙ্গি খতম, লস্কর কমান্ডারকে নিকেশ করে দাবি কাশ্মীর পুলিশের

শ্রীনগরের সব জঙ্গি খতম, লস্কর কমান্ডারকে নিকেশ করে দাবি পুলিশের

প্রতীকী চিত্র৷Picture Courtesy ANI

প্রতীকী চিত্র৷Picture Courtesy ANI

শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লস্করের কমান্ডার ইসফাক রশিদ খানের মৃত্যু হয়৷

  • Last Updated :
  • Share this:

#শ্রীনগর: লস্করের এক জঙ্গিকে খতম করার পর বড়সড় দাবি করল জম্মু কাশ্মীর পুলিশ৷ কাশ্মীরের আইজি বিজয় কুমারের দাবি, এই মুহূর্তে শ্রীনগরে একজনও জঙ্গি অবশিষ্ট নেই৷ ট্যুইট করে এমনই দাবি করেছেন কাশ্মীর পুলিশের আইজি৷

শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লস্করের কমান্ডার ইসফাক রশিদ খানের মৃত্যু হয়৷ গোপান সূত্রে পুলিশ খবর পায়, রণবীরগড় এলাকায় কয়েজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ এর পরেই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে৷ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরাই প্রথম গুলি চালাতে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর দুই জঙ্গির মৃত্যু হয়৷

দুই জঙ্গি মারা গেলেও বাকিরা গা ঢাকা দিয়েছে৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে৷

জম্মু কাশ্মীরে গত কয়েক মাসে একের পর এক অভিযান চালিয়েছে পুলিশ৷ তাতেই মোট ১৩৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে৷ এর পরেই পুলিশের তরফে দাবি করা হয় যে শ্রীনগরের কোনও বাসিন্দাই এখন কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Jammu And Kashmir, Srinagar, Terrorist