#শ্রীনগর: লস্করের এক জঙ্গিকে খতম করার পর বড়সড় দাবি করল জম্মু কাশ্মীর পুলিশ৷ কাশ্মীরের আইজি বিজয় কুমারের দাবি, এই মুহূর্তে শ্রীনগরে একজনও জঙ্গি অবশিষ্ট নেই৷ ট্যুইট করে এমনই দাবি করেছেন কাশ্মীর পুলিশের আইজি৷
শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে লস্করের কমান্ডার ইসফাক রশিদ খানের মৃত্যু হয়৷ গোপান সূত্রে পুলিশ খবর পায়, রণবীরগড় এলাকায় কয়েজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ এর পরেই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে৷ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরাই প্রথম গুলি চালাতে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর দুই জঙ্গির মৃত্যু হয়৷
After killing of Lashkar-e-Taiba terrorist Ishfaq Rashid Khan yesterday, no resident of Srinagar district in terrorist ranks now: Vijay Kumar, Inspector-General of Police (IGP), Kashmir. (File pic) pic.twitter.com/solJnOQFDK
— ANI (@ANI) July 26, 2020
দুই জঙ্গি মারা গেলেও বাকিরা গা ঢাকা দিয়েছে৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে৷
জম্মু কাশ্মীরে গত কয়েক মাসে একের পর এক অভিযান চালিয়েছে পুলিশ৷ তাতেই মোট ১৩৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে৷ এর পরেই পুলিশের তরফে দাবি করা হয় যে শ্রীনগরের কোনও বাসিন্দাই এখন কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Srinagar, Terrorist