• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • অন্ধপ্রেম ! লকআপে পরিচয়, গ্যাংস্টারকে বিয়ে করে খবরের শিরোনামে লেডি কনস্টেবল

অন্ধপ্রেম ! লকআপে পরিচয়, গ্যাংস্টারকে বিয়ে করে খবরের শিরোনামে লেডি কনস্টেবলআদালতে প্রথম দেখা দু'জনের তারপরেই প্রেমকাহিনি শুরু

আদালতে প্রথম দেখা দু'জনের তারপরেই প্রেমকাহিনি শুরু

আদালতে প্রথম দেখা দু'জনের তারপরেই প্রেমকাহিনি শুরু

 • Share this:

  #লখনউ: প্রেম মানুষকে অন্ধ করে বিপথে যাওয়া মানুষকে জীবনের মূল স্রোতে নিয়ে আসে ৷ যাকে পছন্দ করি আমরা তার কোনও খারাপ কিছুই চোখে পড়েনা, তার খারাপের মধ্যেও যেন লুকিয়ে থাকে যাবতীয় ভাল ৷ প্রেম যেন সমস্ত বুদ্ধি খেয়ে নেয় বা সমস্ত ইন্দ্রিয়কে নষ্ট করে দেয় ৷ এমনই এক প্রেমকাহিনি প্রকাশ্যে এসেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে রাহুল থরসানা নামে এক দুষ্কৃতী জামিনে মুক্তি পাওয়ার পরেই সরাসরি বিয়ের পিঁড়িতে বসেছেন ৷

  বিয়ে হয়েছে উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল পায়েলের সঙ্গে ৷ এরপর থেকেই পুলিশ প্রশাসন বেযায় চটেছেন পায়েলের উপরে ৷ কঠোর পদক্ষেপ নেওয়ার পথে পুলিশ প্রশাসন ৷ ২০১৪ সালে মনমোহন গয়লা নামে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাহুল ৷ এরপরেই আদালতে খুনের মামলায় অভিযুক্ত আসামির সঙ্গে দেখা হয়েছে পুলিশ কনস্টেবল পায়েলের সঙ্গে দেখা হয়েছে ৷

  তারপরেই প্রেমপর্বের শুরু ৷ এরপর আস্তে আস্তে এই খবর প্রকাশ্যে এসেছে ৷ পুলিশ সুপার জানিয়েছেন পায়েলেরও বর্তমানে কোনও রকমের খোঁজ নেই ৷ জোরদারপ তল্লাশি চলছে ৷

  First published: