#উত্তর চব্বিশ পরগনা: জাল ভোটার কার্ড তৈরির মেশিন ও কার্ড সহ মূল পান্ডা গ্রেফতার । বড়সড় সাফল্য পেল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মছলন্দপুর এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে জাল ভোটার কার্ড একাধিক ছবি সহ হাতে নাতে গ্রেপ্তার করে শুভ বিশ্বাসকে।
আরও পড়ুন হায়রে কুসংস্কার! গ্রামে ডাইনি, সন্দেহের বশে ব্যাপক মার মহিলাকে, বয়কটও
ধৃতের কাছ থেকে জাল ভোটার কার্ড একাধিক ছবি এবং ল্যামিনেশান মেশিন উদ্ধার হয়েছে। এই চক্রের সাথে আর কেই যুক্ত আছে কিনা জানার জন্যে সাতদিনের পুলিশ হেপাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news, Voter Card