হোম /খবর /দেশ /
টাকার বিনিময় জাল ভোটার কার্ড তৈরি! মূল পান্ডাকে গ্রেফতার পুলিশের

টাকার বিনিময় জাল ভোটার কার্ড তৈরি! মূল পান্ডাকে গ্রেফতার পুলিশের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ধৃতের কাছ থেকে জাল ভোটার কার্ড একাধিক ছবি এবং ল্যামিনেশান মেশিন উদ্ধার হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#উত্তর চব্বিশ পরগনা: জাল ভোটার কার্ড তৈরির মেশিন ও কার্ড সহ মূল পান্ডা গ্রেফতার । বড়সড় সাফল্য পেল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মছলন্দপুর এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে জাল ভোটার কার্ড একাধিক ছবি সহ হাতে নাতে গ্রেপ্তার করে শুভ বিশ্বাসকে।

ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল টাকার বিনিময়ে জাল ভোটার কার্ড তৈরির। অবশেষে সাফল্য পেল পুলিশ। পুলিশ সুত্রে খবর ২০১৭ সালে একই ঘটনায় গাইঘাটা থানায় ধরা পরে দীর্ঘদিন জেল খাটে। জেল থেকে ছাড়া পেয়ে ফের একই কাজ শুরু করেছিল শুভ।

আরও পড়ুন হায়রে কুসংস্কার! গ্রামে ডাইনি, সন্দেহের বশে ব্যাপক মার মহিলাকে, বয়কটও

ধৃতের কাছ থেকে জাল ভোটার কার্ড একাধিক ছবি এবং ল্যামিনেশান মেশিন উদ্ধার হয়েছে। এই চক্রের সাথে আর কেই যুক্ত আছে কিনা জানার জন্যে সাতদিনের পুলিশ হেপাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

Published by:Pooja Basu
First published:

Tags: South bengal news, Voter Card