#নয়াদিল্লি: সময়টা নেহাত কম নয়। আট বছর! আর এই আট বছর কিন্তু জনগণের সিদ্ধান্ত বা মত পরিবর্তনের জন্য যথেষ্ট। এটি উপলব্ধি করেছিলেন মনমোহন সিংও। ২০১২ থেকে দুর্নীতি ও বিভিন্ন কেলেঙ্কারিগুলি তাঁর সরকারকে পূর্ণশক্তি দিয়ে আঘাত করতে শুরু করেছিল৷ ফল যে ভাল হয়নি তা বলাই বাহুল্য৷
আরও পড়ুন: বিমাবন্দরের লাগেজ বেল্টে প্যাকিং করা মৃতদেহ! তুমুল ভাইরাল ভিডিও
নরেন্দ্র মোদি এই ধরনের প্রতিকূলতাকে আমল দেননি। বরং প্রতিবন্ধকতা লঙ্ঘন করার প্রবণতাই তাঁর মধ্যে লক্ষ্য করা গিয়েছে৷ প্রধানমন্ত্রী হিসাবে আট বছর পূর্ণ করেছেন৷ ২০২৪-এর নির্বাচনের ভিতও তিনি শক্ত করছেন ক্রমশ৷ উত্তরপ্রদেশ এবং বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিপুল ভোটে জয় এমনটিতেই বুঝিয়ে দিয়েছে যে দেশের বৃহত্তর জনগণ তাঁর দলের পক্ষেই রয়েছে।
আরও পড়ুন: এসে পৌঁছেছে 'সেই সব' নথি, অনুব্রতকে নিয়ে ছক সাজাচ্ছে সিবিআই! শুক্রে যা হতে চলেছে...কোভিড মোকাবিলায় যে ভূমিকা মোদি নিয়েছেন, তার প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোয়াড সম্মেলনে ভূয়সী প্রশংসিত হয়েছেন মোদি। পাশাপাশি মুদ্রাস্ফীতি ইস্যু, চীন-ভারত সম্পর্ক, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) ক্রমাগত স্থবিরতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিগুলিকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। মোকাবিলাও করেছেন। যদিও কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ীর মতো বিজেপি নেতাকে সরিয়েছেন, লালকৃষ্ণ আদবানির উচ্চাকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, কিন্তু অতীতের সঙ্গে একেবারেই মেলেনি বর্তমান। বর্তমান কংগ্রেস নেতারা মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন।
রাজনীতিকদের মতে, মোদি নেতৃত্বাধীন সরকার কখনও টার্গেট করেছে হিন্দুত্ববাদকে, কখনও গ্রামীণ ভোটারকে। অন্যদিকে বিরোধী দলের শুধুমাত্র যে একটি শক্তিশালী মুখের অভাব রয়েছে তাই নয়, তাদের স্ট্র্যাটেজিরও অভাব রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Narednra Modi, Rahul Gandhi