#নয়াদিল্লি: কেটে গেল প্রায় এক বছর। গত বছর ঠিক এই সময়ই করোনা পরিস্থিতির অবনতির কারণে 'জনতা কার্ফু'র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরপরই গোটা দেশে জারি হয়েছিল লকডাউন। এক বছরের মাথায়, নিজের ৭৫ তম 'মন কি বাত' অনুষ্ঠানে সেই সময়ের স্মৃতিচারণ করলেন মোদি। একইসঙ্গে দাবি করলেন, 'গত বছর ঠিক এই সময়ই জনতা কার্ফু পালন করেছিলাম আমরা, যা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়েছিল, প্রেরণা পেয়েছিল গোটা বিশ্ব।'
প্রসঙ্গত, জনতা কার্ফু একদিনের জন্য জারি করার পরপরই টানা লকডাউনের পথে হাঁটতে হয়েছিল দেশকে। তাতে আর্থ-সামাজিক নানা দিক থেকে ক্ষতির মুখ পড়তে হয়েছে আমজনতাকে। বিশেষত লকডাউনের সময় পরিযায়ীদের দুর্দশা এখনও ভোলার নয়। যদিও প্রধানমন্ত্রী অথবা তাঁর দলের নেতারা, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করতেই বেশি উদ্যোগী হয়েছে বরাবর। যদিও প্রধানমন্ত্রী এদিন প্রশংসা করেছেন করোনা যোদ্ধাদেরও। বলেছেন, 'করোনা যোদ্ধারা অসামান্য কাজ করেছেন। ওঁদের জন্য আমরা গর্বিত।'
ভারতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি করা হচ্ছে। সেই প্রসঙ্গ উল্লেখ করেও দেশের জন্য গর্বিত হওয়ার আবেদন জানিয়েছেন মোদি। বলেছেন, 'প্রবীণরা টিকা নিচ্ছেন এখন। আপনারা সকলেই টিকা নিন। কিন্তু করোনা টিকা নিলেও বিধি মেনে চলতে হবে।' এরপরই প্রধানমন্ত্রী সংযোজন করেন, 'করোনার ভ্যাকসিনের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু এখন ভারত করোনার সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহ করছে।'
তবে, এদিন দেশের নারীশক্তির জয়গানও গেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'আমাদের দেশের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের স্বকীয়তার স্বাক্ষর রাখছেন। ক্রিকেটার মিতালি রাজ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এ জন্য তাঁকে অনেক অভিনন্দন।' প্রধানমন্ত্রীর কথায়, 'মার্চ মাসে আমরা সাফল্যের সঙ্গেই নারীদিবস পালন করছি। অনেক মহিলা খেলোয়াড় পদক জিতছেন। নতুন নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করছেন। তাঁদের অভিনন্দন।'Today is the 75th episode of #MannKiBaat. Tune in. https://t.co/CAKlYUrGHL
— Narendra Modi (@narendramodi) March 28, 2021