#নয়াদিল্লি: হোলিতে মাতোয়ারা গোটা দেশ ৷ কোথাও রঙ খেলা তো কোথাও বৃদ্ধাশ্রমে চলছে আবীর খেলা। কোথাও আবার শুধু ফুল দিয়েই রঙের উৎসবকে বরণ করে নেওয়া হচ্ছে। আজ দেশ জুড়ে হোলি। রঙে রঙে রঙিন সারা দেশ। মথুরা-বারাণসীতে উপচে পড়া ভিড়। অশুভ শক্তির বিনাশে দেশজুড়ে বিভিন্ন জায়গায় রঙের উৎসবে পালন করা হচ্ছে হোলি কা দহন।
এদিন সকালে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, হোলি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা।
নেতা থেকে অভিনেতারা। হাতে আবির-গলায় গান। রঙের উৎসবে মাতলেন সেলেব থেকে রাজনীতিকরা।
होली के पावन पर्व की सभी देशवासियों को ढेरों शुभकामनाएं।
Wishing everyone a Happy Holi! — Narendra Modi (@narendramodi) March 2, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holi Wish, PM Narendra Modi, Twitter