নয়াদিল্লি: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র পন্ডিত যশরাজের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে মোদির প্রতিক্রিয়া, ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক গভীর শূন্যস্থান রেখে গেলেন৷
The unfortunate demise of Pandit Jasraj Ji leaves a deep void in the Indian cultural sphere. Not only were his renditions outstanding, he also made a mark as an exceptional mentor to several other vocalists. Condolences to his family and admirers worldwide. Om Shanti. pic.twitter.com/6bIgIoTOYB
— Narendra Modi (@narendramodi) August 17, 2020
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পন্ডিত যশরাজ৷ তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ তাঁর প্রয়াণে শোকবার্তায় ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, 'ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক গভীর শূন্যস্থান রেখে চলে গেলেন পন্ডিত যশরাজজি৷ খুবই দুর্ভাগ্যের৷ তিনি সঙ্গীতের শুধু এক অবিস্মরণীয় সাধকই ছিলেন না, একাধিক গায়কের পরামর্শদাতা৷'
শাস্ত্রীয় সঙ্গীত জগতে পন্ডিত যশরাজ এক বিরাট নাম৷ পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী-সহ একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি৷ দীর্ঘ ৮০ বছরের বেশি তাঁর সঙ্গীত সাধনা৷ রেখে গেলেন কন্যা দুর্গা যশরাজ ও পুত্র শারাং দেব পন্ডিতকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Pandit Jasraj