হোম /খবর /দেশ /
অবশেষে দিল্লি হিংসা নিয়ে ট্যুইট করে নীরবতা ভাঙলেন মোদি

Delhi Violence| অবশেষে দিল্লি হিংসা নিয়ে ট্যুইট করে নীরবতা ভাঙলেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত ছিলেন ট্রাম্পকে নিয়ে৷ দিল্লি নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি৷ আজ, বুধবার দিল্লি হিংসা নিয়ে নিরবতা ভাঙলেন মোদি৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রবিবার থেকে জ্বলছে দিল্লি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের মাটিতে নামছেন, তখন উত্তর-পূর্ব দিল্লিতে একের পর এক বাড়ি জ্বলছে৷ ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যস্ত ছিলেন ট্রাম্পকে নিয়ে৷ দিল্লি নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি৷ আজ, বুধবার দিল্লি হিংসা নিয়ে নিরবতা ভাঙলেন মোদি৷

এ দিন ট্যুইটারে মোদি লিখলেন, 'শান্তি ও সম্প্রীতি আমাদের মূল ভিত্তি৷ দিল্লির ভাই-বোনেদের কাছে আমার আবেদন, শান্তি ও ভাতৃত্ব বজায় রাখুন৷ যত দ্রুত সম্ভব শান্তি ও স্বাভাবিক অবস্থা ফেরানো খুব জরুরি৷' আরও একটি ট্যুইটে তিনি লিখছেন, 'দিল্লির সব এলাকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে৷ শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি আনতে পুলিশ ও অন্যান্য এজেন্সি ঘটনাস্থলে গিয়ে কাজ করছে৷'

ইতিমধ্যেই দিল্লির হিংসায় ২০ জনের মৃত্যু হয়েছে৷ দিল্লিতে পৌঁছে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা চলছে। ভজনপুরা, খাজুরিখাস, মৌজপুর, বিজয় পার্ক, যমুনা বিহার, গামরি, করদমপুরি, উত্তর-পূর্ব দিল্লির একের পর এক জায়গায় অশান্তি৷

মৌজপুরে তো এ দিনও গুলি চলেছে। এক সাংবাদিক গুলিবিদ্ধ হন ৷ মৌজপুরেই একটি ই-রিকশায় ভাঙচুর চালিয়ে যাত্রীদের জিনিসপত্র দুষ্কৃতীরা লুঠ করে ৷ এ দিন সকাল থেকেই রাজধানীর পরিবেশ থমথমে ৷ উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ ৷ রাস্তার ধারে কোথাও পোড়া পেট্রোল পাম্প ৷ কোথাও ছাই হয়ে যাওয়া সাইকেল ৷ বেলা বাড়তেই এ দিন নতুন করে অশান্তি। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় আরও পুলিশ-RAF-আধাসেনা নামানো হয়।

Published by:Arindam Gupta
First published:

Tags: Delhi Violence, Modi on Delhi Violence, PM Narendra Modi