#নয়াদিল্লি: একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে ১৪ ফেব্রুয়ারি তামিলনাড়ু ও কেরলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ কিছুদিন আগে অসম এবং পশ্চিমবঙ্গ ঘুরে গিয়েছেন তিনি৷ এবার দক্ষিণের দুই রাজ্যে পা রাখছেন মোদি৷ বলাই বাহুল্য সরকারি কর্মসূচির পাশাপাশি ভোট প্রচারও সেরে আসবেন তিনি৷
ওদিন চেন্নাই মেট্রো রেলের প্রথম পর্যায়ের সম্প্রসারণের উদ্বোধন করবেন মোদি৷ যার জন্য ব্যয় হয়েছে ৩৭৭০ কোটি টাকা৷ এবং ওয়াশারম্যানপেট থেকে উইমকো নগরের দীর্ঘ ৯.০৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা জুড়ে যাবে মেট্রোর সঙ্গে৷ উত্তর চেন্নাইয়ের সঙ্গে বিমানবন্দর এবং কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সংযুক্তিকরণ ঘটবে৷
এছাড়াও চেন্নাই বিচ এবং আতিপট্টুর মধ্যে চতুর্থ রেলপথের উদ্বোধন করবেন মোদি। ২৯৩.৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ২২.১ কিমি দীর্ঘ রাস্তা চেন্নাই এবং তিরুভাল্লুর জেলা হয়ে যাওয়ায় চেন্নাই বন্দরে যান চলাচল অনেক সহজ হবে। এছাড়াও রেলের আরও প্রকল্পের উদ্ধোধন করবেন৷
ভিল্লুপুরম- কুডলোর-মায়িলাদুথুরাই-থানজাবুর এবং মায়িলাদূথুরাই-তিরুভারুরের সিঙ্গল লাইনে রেলওয়ের বিদ্যুতায়ন রয়েছে৷ সম্পন্ন ৪২৩ কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পের জন্য৷ যার ফলে ২২৮ কিলোমিটার পথের বৈদ্যুতিকরণে চেন্নাই ইগমোর এবং কন্যাকুমারীর মধ্যে ট্র্যাকশন পরিবর্তনের না করেই যাত্রী পরিবহন আরও সহজ হয়ে যাবে৷ প্রতিদিন এক হাজার ১৪.৬১ লক্ষ টাকার জ্বালানী সাশ্রয় হবে৷
প্রধানমন্ত্রী এদিনই অত্যাধুনিক অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক এমকে -১এ (Arjun Main Battle Tank,MK-1A) তুলে দেবেন ভারতীয় সেনাবাহিনীর হাতে৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ট্যাঙ্ক৷ চেন্নাইয়ের গ্র্যান্ড অ্যানিকট খাল ব্যবস্থার সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন। ডেলটা জেলাগুলিতে সেচের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাল। এই খালের আধুনীকরণের জন্য ২৬৪০ কোটি টাকা খরচ করা হবে৷ আগামী দিনে খালগুলির জল বহনকারী ক্ষমতাও বাড়বে।
আইআইটি মাদ্রাসার ডিসকভারি ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন মোদি। চেন্নাইয়ের নিকটবর্তী থাইয়ুরে প্রায় ২ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে এই ক্যাম্পাস৷ প্রথম পর্যায়ে এক হাজার কোটি টাকার ব্যয় করা হবে৷ অনুষ্ঠানে রাজ্যপাল এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কেরলেও মোদির রয়েছে একাধিক কর্মসূচি৷ বিপিসিএল (BPCL)-এর প্রেটোকেমিক্যাল প্রজেক্ট (Propylene Derivative Petrochemical Project,PDPP), কোচিন বন্দরে আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল, "সাগরিকা"-র (International Cruise Terminal “Sagarika”) উদ্বোধনের পাশাপাশিমেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটেরও (Marine Engineering Training Institute) উদ্বোধন করবেন তিনি৷