Home /News /national /
১২ এপ্রিল সারাদিন ভুখা হরতাল করবেন মোদি

১২ এপ্রিল সারাদিন ভুখা হরতাল করবেন মোদি

Image: PTI

Image: PTI

বিরোধীদের হট্টগোলে দিনের পর দিন স্থগিত হয়ে গিয়েছে সংসদের কাজকর্ম ৷

 • Share this:

  #নয়াদিল্লি: বিরোধীদের হট্টগোলে দিনের পর দিন স্থগিত হয়ে গিয়েছে সংসদের কাজকর্ম ৷ বিরোধী দলগুলির চাপে বাজেট অধিবেশনে ব্যাঘাত ঘটেছে ৷ এই সমস্ত কিছুর প্রতিবাদেই এবার ময়দানে নামছেন প্রধানমন্ত্রী ৷ আগামী ১২ এপ্রিল অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে এই অনশনে সামিল হবেন বিজেপি সাংসদরাও ৷

  গতকালই দেশজুড়ে বেড়ে চলা দলিতদের অত্যাচারের প্রতিবাদে অনশনের ডাক দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তিনি দাবি করেছিলেন, দলিত এবং সংখ্যালঘুদের প্রতি অনাচারই বিজেপির নীতি । তাই দলিতদের পাশে দাঁড়াতে রাজঘাটে দলের প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সেই ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিরোধীদের বিরুদ্ধে একগুচ্ছ এনে অনশনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  এই প্রসঙ্গে বিজেপি দলের মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেন, বিরোধীদের বিক্ষোভে বেশ কয়েকবার লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন ৷ এমনকী, বিরোধীদের হই হট্টগোলের জেরে গুরুত্বপূর্ণ বিলও পাশ হয়নি যথাযথ সময়ে ৷ তাই বারবার সংসদ মুলতুবি হওয়ার বিষয়টি নিয়ে যে তৎপর রয়েছে বিজেপি ৷ সেটি বোঝাতেই এই অনশনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  জিভিএল নরসিমা রাও আরও জানিয়েছেন, বিরোধীদের বিক্ষোভের প্রতিবাদ জানাতে এনডিএ সাংসদরা তাদের ২৩ দিনের বেতনও প্রত্যাখান করছেন ৷

  উল্লেখ্য, গত আট বছরের তুলনায় চলতি বছরের বাজেট অধিবেশন একেবারেই ফলপ্রসু ছিল না ৷ আর এই বিষয়ে কংগ্রেস এবং বিরোধী দলগুলিকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি ৷

  First published:

  Tags: BJP, BJP Fast, Narendra Modi, Parliament, Prime Minister

  পরবর্তী খবর