হোম /খবর /দেশ /
ইরান-মার্কিন যুদ্ধের আবহে ট্রাম্পকে ফোনে বন্ধুত্বের সম্পর্ক স্মরণ করালেন মোদি

ইরান-মার্কিন যুদ্ধের আবহে ট্রাম্পকে ফোনে বন্ধুত্বের সম্পর্ক স্মরণ করালেন মোদি

মোদি ও ট্রাম্প

মোদি ও ট্রাম্প

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-- দু দেশই ভারতের বন্ধু৷ তাত্‍পর্যপূর্ণ ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মার্কিন হামলায় ইরানের জেনারেল কাসেম সুলেমানির মৃত্যুর পরে যুদ্ধের জন্য তাল ঠুকছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান৷ ইতিমধ্যেই মসজিদে যুদ্ধের লাল নিশান উড়িয়ে দিয়েছে ইরান৷ এ হেন পরিস্থিতি বেজায় কূটনৈতিক ফাঁপড়ে পড়েছে ভারত৷ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-- দু দেশই ভারতের বন্ধু৷ তাত্‍পর্যপূর্ণ ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সুলেমানির মৃত্যুর পরে ভারতকে নানা ভাবে পাশে পাওয়ার চেষ্টা করে চলেছে আমেরিকা৷ দিল্লিতে ইজরায়েলি নাশকতার পিছনেও সুলেমানি ছিল বলে দাবি করেছেন ট্রাম্প৷ কিন্তু ইরানের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্কের জেরে ভারত ঝেড়ে কাশতে পারছে না, কার পক্ষ নেবে৷ মার্কিন পক্ষ নিলে ইরান রেগে যাবে৷ ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে ভারত৷ পাকিস্তানকে এড়িয়ে ওই বন্দর দিয়েই আফগানিস্তান-সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে বাণিজ্য চলে ভারতের৷

সোমবার মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও ফোন করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে৷ ফোনের পরেই পম্পেও দাবি করেন, ভারত আমেরিকার পাশে রয়েছে৷ যদিও বিদেশমন্ত্রক সে ভাবে কিছু জানায়নি৷ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে কথা হয়েছে বলে জানায় বিদেশমন্ত্রক৷

এই পরিস্থিতিতে ট্রাম্পকে ফোন করে এ দিন মোদি বলেন, 'ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হচ্ছে৷' প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, ট্রাম্পকে মোদি বলেছেন, ভারত ও মার্কিন সম্পর্ক সব ক্ষেত্রে আরও মজবুত করতে ইচ্ছুক ভারত সরকার৷ একই সঙ্গে গত বছরগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কী ভাবে একসঙ্গে কাজ করেছে, সেই কথাও তুলে ধরেন তিনি৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Donald Trump, Narendra Modi