#নয়াদিল্লি: দেশে কর্মসংস্থান নেই৷ বেকার বহু যুবক৷ 'যুব সম্প্রদায় কাজ না-পেলে দেশ এগোতে পারে না৷ এই কথাটা বোঝাতে যুবকরা আগামী ৬ মাসের মধ্যে এ বার প্রধানমন্ত্রীকে লাঠি দিয়ে পেটাতে শুরু করবে৷' দিল্লি নির্বাচনের প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার লোকসভায় জবাবি ভাষণে রাহুলকে সেই 'লাঠিপেটা' মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, 'শারীরিক কসরতের সময় পেয়েছি৷ ৬ মাস পর লাঠি সহ্য করতে পারব৷ আমি আগামী ৬ মাস সূর্য নমস্কার করব৷ নিজেকে আরও শক্তিশালী করব লাঠি সহ্য করার জন্য৷'
এরপরেই কংগ্রেসকে তীব্র কটাক্ষ, 'টিউবলাইটের এমনই অবস্থা হয়৷ ৩০ মিনিট বলার পর কারেন্ট লাগল৷' বুধবার দিল্লিতে একটি র্যালিতে রাহুল বলেন, 'প্রধানমন্ত্রী অফিস থেকে বেরোতে পারবেন না৷ যুব সম্প্রদায় লাঠিপেটা করবে৷ বুঝিয়ে দেবে, যুবকরা কাজ না পেলে দেশের উন্নতি হয় না৷'
রাহুলের বক্তব্যের পাল্টা বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, 'ওরা গোটা দেশটাকে শাহিনবাগ বানাতে চাইছে৷ শাহিনবাগের বিক্ষোভকারীদের কাঁধে বন্দুক রেখে আমাদের দিকে তাক করতে চাইছে৷'
Prime Minister Narendra Modi after Rahul Gandhi makes an intervention in his speech in Lok Sabha: I was speaking for the last 30-40 minutes but it took this long for the current to reach there. Many tubelights are like this. https://t.co/ciMYJwYxwl pic.twitter.com/9E3qmd7ZvS
— ANI (@ANI) February 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lok sabha, PM Narendra Modi, Rahul Gandhi