#নয়াদিল্লি: এনসিসি-র র্যালিতে গিয়েও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, 'ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতেই সিএএ আনা হয়েছে৷ নিপীড়িত মানুষদের কি সাহায্য করা উচিত নয়?'
মঙ্গলবার মোদি এনসিসি র্যালিতে গিয়ে বলেন, 'দেশ যখন স্বাধীন হচ্ছে, তত্কালীন ভারত সরকার দেশভাগ মেনে নিয়েছিল৷ নেহরু-লিয়াকত চুক্তি ছিল সংখ্যালঘুদের রক্ষা করার জন্য৷ গান্ধিজিও তা-ই চেয়েছিলেন৷ ভারত তখন যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করতেই সিএএ আনা হয়েছে৷ সিএএ থেকে একচুলও সরবো না৷ '
এরপরেই সিএএ নিয়ে বিরোধীদের এক হাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, 'নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে৷ কেন ওদের অত্যাচার চোখে পড়ছে না? কেন এই নিয়ে চুপ করে আছে ওরা? কেউ কেউ দলিতদের প্রতিনিধিত্বের নাটক করছে৷ পাকিস্তানে দলিতদের উপর অত্যাচার হলে, কেন বিষয়টি এরা এড়িয়ে যায়? আসলে ওরা ভুলে গিয়েছে, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা ভারতের আশ্রয় নিতে এসেছেন, তাঁরাও দলিত৷ আসলে আমাদের সরকারের ভাবমূর্তি বিশ্বের দরবারে খারাপ করতেই একজোটে সামিল হয়েছে বিরোধীরা৷'
মোদি বলেন, 'ওদের জানিয়ে রাখি, আমি নিজের ভাবমূর্তির কথা ভেবে কাজ করি না৷ দেশের ভাবমূর্তির কথা ভেবে কাজ করি৷ যে সব লোকেরা এখন সংবিধান নিয়ে চেঁচাচ্ছেন, তারাই একসময় সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছিল৷'
এরপরেই পাকিস্তানকে আক্রমণ করে মোদি বলেন, প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে ৩টি যুদ্ধে হেরে গিয়েছে৷ তাও প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে৷ তাঁর কথায়, 'শুধু জম্মু-কাশ্মীরই নয়, দেশের অন্যান্য জায়গাও এখন শান্ত৷ উত্তর-পূর্ব ভারত দশকের পর দশক বঞ্চিত হয়েছে৷ আমাদের সরকার তাদের ইচ্ছেও পূরণ করেছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, Narendra Modi, NCC Rally