হোম /খবর /দেশ /
অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন মোদি, যোগী-সহ অন্যান্যরা দিলেন 'জয় শ্রীরাম' ধ্বনি

Ram Mandir| অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন মোদি, যোগী-সহ অন্যান্যরা দিলেন 'জয় শ্রীরাম' ধ্বনি

Image: PMO India

Image: PMO India

অযোধ্যায় ৩ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক সকাল সাড়ে ৯টায় দিল্লি থেকে বিশেষ বিমানে অযোধ্যা রওনা দিলেন৷ লখনউ বিমান বন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে মোদি যাবেন অযোধ্যায়৷ মোদি যখন অযোধ্যার উদ্দেশ্যে বিমানে উঠছেন, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক শীর্ষ নেতা 'জয় শ্রীরাম' উচ্চারণ করলেন৷ ট্যুইটারে তাঁরা 'জয় শ্রীরাম' লিখে প্রধানমন্ত্রীকে অযোধ্যায় স্বাগত জানালেন৷

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ট্যুইটারে লিখলেন, 'রাম মন্দিরের ভূমিপুজো একটি ঐতিহাসিক মুহূর্ত৷ ভগবান শ্রীরামের মাহাত্ম্য আজ দেখবে গোটা বিশ্ব৷'

১৭৫ জন ভিভিআইপি আমন্ত্রিত আজকের মেগা ইভেন্টে৷ গোটা অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হবে৷ অযোধ্যায় ৩ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির৷  ১০টা ৩৫ মিনিটে লখনউ বিমানবন্দর পৌঁছবে৷ সেখান থেকে ঠিক ১০টা ৪০ মিনিটে বিশেষ হেলিকপ্টারে করে অযোধ্যা রওনা দেবেন মোদি৷

অযোধ্যায় সকেত কলোনিতে বেলা সাড়ে ১১টায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখান থেকে সোজা প্রধানমন্ত্রীর কনভয় যাবে হনুমান গরহি মন্দিরে৷ ১১টা ৪০ মিনিটে৷ হনুমান গরহিতে পুজো শেষে মোদি ঠিক ১২টায় রাম জন্মভূমি যাবেন৷ সেখানে রামলালা দর্শন করবেন৷ থাকবেন ঠিক ১০ মিনিট৷ এরপর বেলা ঠিক সাড়ে ১২টায় রাম মন্দিরের ভূমিপুজো শুরু হবে৷ ১২টা ৪০ মিনিটে মোদি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ তারপর দুপুর ১টা ১০ মিনিটে রাম জন্মভূমি ট্রাস্টের স্বামী নৃত্যগোপাল সহ অন্যান্য সদস্যদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ ২টো ৫ মিনিটে সকেত কলোনি থেকে হেলিকপ্টারে করে লখনউ বিমানবন্দর রওনা দেবেন৷ লখনউ থেকে দিল্লির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিমান ছাড়বে ঠিক দুপুর ২টো ২০ মিনিটে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Narendra Modi, Ram Mandir