#দিজপুর: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনটি কেন্দ্র 'পরাক্রম দিবস' হিসাবে পালন করছে৷ আর এমন দিনেই এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অসমবাসীর মন জয় করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের দামামাও বাজিয়ে দিলেন মোদি৷
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অসমের শিবসাগর জেলার জেরাঙাপাথারে এসেছেন মোদি৷ এদিন ১ লক্ষ ৬ হাজার ‘ভূমিহীন’ অসমবাসীর হাতে জমির দলিল তুলে দিলেন তিনি৷ এক কথায় মোদির মাস্ট্রারস্ট্রোকে মোহিত অসম৷
Addressing a public meeting in Sivasagar in Assam. https://t.co/xKH3iwYOLf
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
Distribution of land pattas/allotment certificates at the large public meeting in Sivasagar was a historic occasion. This will ensure a life of dignity for many and protect Assam’s unique culture. pic.twitter.com/Y3vyvRfFfB
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
To build an Aatmanirbhar Bharat, we have to focus on the rapid development of the Northeast. pic.twitter.com/Ym3fE5PIt5
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
মোদি এদিন জেরাঙাপাথারের বিরাট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অসমে যখন বিজেপি সরকার গঠিত হয়, তখন ৬ লক্ষ ভূমিহীন মানুষ ছিল এখানে৷ কিন্তু সোনোয়ালের সরকার সকলকে জমির দলিল তুলে দেবে৷ ইতিমধ্যে ২ লক্ষ ২৫ হাজার মানুষ দলিল হাতে পেয়ে গিয়েছেন৷ এখন আরও লক্ষাধিক মানুষকে দলিল দেওয়া হল৷ কেন্দ্র-রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছে৷ আসামের দ্রুত গতির উন্নয়ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ 'আত্মনির্ভর অসম' গড়ে উঠছে মানুষের আত্মবিশ্বাসের ওপর ভর করেই৷ এই রাজ্যের ৪০ শতাংশ মানুষ আয়ুস্মান ভারত প্রকল্পের সুবিধা পেয়ছেন৷"
এদিন করোনা মোকাবিলায় অসমের ভূয়সী প্রশংসা করেন মোদি৷ তিনি জানান, "যেভাবে অসম সরকার কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই করেছে যা প্রশংসনীয়৷ আমি নিশ্চিত যে, অসমে করোনা টিকা কর্মসূচিও শুরু হবে৷ আমি সকলকে বলব এই টিকা নিতে৷"
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "অসম ও উত্তর-পূর্ব ভারত কেন্দ্রের থেকে প্রাপ্য সহযোগিতা পয়েছে এবং গত ৬ বছরে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে৷ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই অঞ্চলকে উন্নয়নের নয়া দিশা দেখানোর জন্য৷" স্বাস্থ্যমন্ত্রীর সুরেই গলা মিলিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "প্রধানমন্ত্রী মোদি অসম ও অসমবাসীর সবচেয়ে বড় শুভাকাঙ্খী৷ ওঁর সমর্থনেই অসম ও উত্তরপূর্ব ভারতে এই উন্নতি হয়েছে৷"
'পরাক্রম দিবস' উপলক্ষ্যে গুয়াহাটিতে নেতাজি-র ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জন্য ‘আয়ুষ্মান সিএপিএফ’ প্রকল্প ঘোষণা করবেন মোদি। এই প্রকল্পে আধা সামরিক বাহিনীর সদস্যরা অত্যন্ত সুলভে চিকিৎসা পরিষেবা পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi