#দিজপুর: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনটি কেন্দ্র 'পরাক্রম দিবস' হিসাবে পালন করছে৷ আর এমন দিনেই এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অসমবাসীর মন জয় করার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের দামামাও বাজিয়ে দিলেন মোদি৷
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অসমের শিবসাগর জেলার জেরাঙাপাথারে এসেছেন মোদি৷ এদিন ১ লক্ষ ৬ হাজার ‘ভূমিহীন’ অসমবাসীর হাতে জমির দলিল তুলে দিলেন তিনি৷ এক কথায় মোদির মাস্ট্রারস্ট্রোকে মোহিত অসম৷
Addressing a public meeting in Sivasagar in Assam. https://t.co/xKH3iwYOLf
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
Distribution of land pattas/allotment certificates at the large public meeting in Sivasagar was a historic occasion. This will ensure a life of dignity for many and protect Assam’s unique culture. pic.twitter.com/Y3vyvRfFfB
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
To build an Aatmanirbhar Bharat, we have to focus on the rapid development of the Northeast. pic.twitter.com/Ym3fE5PIt5
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
মোদি এদিন জেরাঙাপাথারের বিরাট মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অসমে যখন বিজেপি সরকার গঠিত হয়, তখন ৬ লক্ষ ভূমিহীন মানুষ ছিল এখানে৷ কিন্তু সোনোয়ালের সরকার সকলকে জমির দলিল তুলে দেবে৷ ইতিমধ্যে ২ লক্ষ ২৫ হাজার মানুষ দলিল হাতে পেয়ে গিয়েছেন৷ এখন আরও লক্ষাধিক মানুষকে দলিল দেওয়া হল৷ কেন্দ্র-রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছে৷ আসামের দ্রুত গতির উন্নয়ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ 'আত্মনির্ভর অসম' গড়ে উঠছে মানুষের আত্মবিশ্বাসের ওপর ভর করেই৷ এই রাজ্যের ৪০ শতাংশ মানুষ আয়ুস্মান ভারত প্রকল্পের সুবিধা পেয়ছেন৷"
এদিন করোনা মোকাবিলায় অসমের ভূয়সী প্রশংসা করেন মোদি৷ তিনি জানান, "যেভাবে অসম সরকার কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই করেছে যা প্রশংসনীয়৷ আমি নিশ্চিত যে, অসমে করোনা টিকা কর্মসূচিও শুরু হবে৷ আমি সকলকে বলব এই টিকা নিতে৷"
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "অসম ও উত্তর-পূর্ব ভারত কেন্দ্রের থেকে প্রাপ্য সহযোগিতা পয়েছে এবং গত ৬ বছরে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে৷ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই অঞ্চলকে উন্নয়নের নয়া দিশা দেখানোর জন্য৷" স্বাস্থ্যমন্ত্রীর সুরেই গলা মিলিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "প্রধানমন্ত্রী মোদি অসম ও অসমবাসীর সবচেয়ে বড় শুভাকাঙ্খী৷ ওঁর সমর্থনেই অসম ও উত্তরপূর্ব ভারতে এই উন্নতি হয়েছে৷"
'পরাক্রম দিবস' উপলক্ষ্যে গুয়াহাটিতে নেতাজি-র ছবিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জন্য ‘আয়ুষ্মান সিএপিএফ’ প্রকল্প ঘোষণা করবেন মোদি। এই প্রকল্পে আধা সামরিক বাহিনীর সদস্যরা অত্যন্ত সুলভে চিকিৎসা পরিষেবা পাবেন।