#প্রয়াগরাজ: দেশের সব নাগরিককে সুবিচার ও উন্নয়ন পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব৷ শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সামাজিক সরকারিতা শিবিরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন তাঁর স্লোগান, 'সব কা সাথ, সব কা বিকাশ অউর সব কা বিশ্বাস৷'
দুঃস্থ ও প্রবীণদের জন্য প্রকল্প শিবিরে অ্যাসিস্টিভ বিতরণের পর মোদি বলেন, সরকারের কাছে প্রাধান্য হল ১৩০ কোটি দেশবাসীর স্বার্থ সুরক্ষিত করা৷ আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'দুঃস্থ ও বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে আগের সরকারে একেবারেই চিন্তা করেনি৷ তাঁদের চাহিদা ও সমস্যা নিয়ে ভাবেনি৷ হাতে গোনা কয়েকটি শিবির করেই দায় সেরেছে৷ প্রয়াগরাজে আজ যেমন একটি মেগা শিবিরের আয়োজন করা হয়েছে, এই রকম শিবির ইউপিএ সরকারের আমলে দেখা যায়নি৷'
Prayagraj, Uttar Pradesh: A visually-challenged youth takes selfie with Prime Minister Narendra Modi on the smartphone he received under Assistance to Disabled Persons for Purchase/Fitting of Aids and Appliances (ADIP) scheme at a distribution camp. pic.twitter.com/RcoWAikAJL
— ANI UP (@ANINewsUP) February 29, 2020
তাঁর কথায়, 'মাত্র ৫ বছরে, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ তাঁদের হাতে সাহায্য তুলে দেওয়া হয়েছে৷ কারণ, সব নাগরিকের সুবিধা ও ন্যায়বিচারের ব্যবস্থা করা সরকারের কর্তব্য৷ এটাই হল, সব কা সাথ, সব কা বিকাশ অউর সব কা বিশ্বাস৷'
মোদি এ দিন চিত্রকূটে দিল্লি-বুন্দেলখণ্ড ১৯৬ কিমি এক্সপ্রেসওয়ের উদিবোধন করেন৷ ভূমিহীন কৃষকদের জন্য প্রকল্পের ঘোষণায় ১০ হাজার কৃষককে স্বল্প মূল্যে সার ও বীজ দেওয়া হবে বলেও জানান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Modi in UP, PM Narendra Modi, Prayagraj