#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় তাঁকে দেখা গিয়েছিল মুখে মাস্ক পরা অবস্থায়৷ আজ অর্থাত্ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতির উদ্দেশে ভাষণে দেখা গেল গামছা দিয়ে মুখ চাপা দিয়েছেন৷
এ দিন মোদি ঘোষণা করেন, ৩ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন৷ এই ঘোষণার পরেই ট্যুইটারে প্রোফাইল ছবি বদলে ফেলেন মোদি৷ সেই প্রোফাইল ছবিতে দেখা গেল, মুখে গামছা দিয়ে ঢাকা৷ দেশবাসীকে নমস্কার করছেন তিনি৷
মোদি জানান, বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ৷ একই সঙ্গে এদিন সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান মোদি৷ তিনি বলেন, 'স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হচ্ছে৷ বাড়ানো হয়েছে বেড, হাসপাতাল৷ ৬০০-র বেশি হাসপাতাল করোনা মোকাবিলায় কাজ করছে৷ আমাদের পরিমিত পরিকাঠামো সত্ত্বেও আমি তরুণ বিজ্ঞানীদের বলব, আপনারা এগিয়ে আসুন, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করুন৷'
মোদি বলেন, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ ছাড় মিলবে ২০ এপ্রিল থেকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Modi Twitter, Narendra Modi