#নয়াদিল্লি: লোকসভায় জবাবি ভাষণে তখন সিএএ, রাম মন্দির, তিন তালাক প্রথা, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ-সহ নানা ইস্যু তুলে কেন্দ্রের গুণগানে মত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি যখন ভাষণ দিচ্ছেন, তখন তৃণমূল সাংসদ সৌগত রায় বলে ওঠেন, 'তা হলে শাহিনবাগে গুলি চালানোর কথা যারা বলছে… তা ঠিক?'
সৌগত রায়কে আক্রমণ করে মোদি পাল্টা বলেন, 'বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত ও পীড়িতরা এখানে বসে রয়েছেন। তাঁরা যদি আপনাদের কাণ্ড কারখানার কথা বলতে শুরু করেন, তা হলে অস্বস্তির শেষ থাকবে না। কী ভাবে নিরীহ লোকেদের ধরে ধরে মারা হচ্ছে সবাই জানে৷ বাংলায় নির্দোষরা খুন হচ্ছেন৷ পর্দাফাঁস করলে বিপদে পড়বেন৷'
এরপর অবশ্য সৌগত আর কথা বাড়াননি৷ এরপর সিএএ বিরোধী আন্দোলন নিয়ে কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, 'আদালত বলেছে আন্দোলনে হিংসা নয়৷ সিএএ আন্দোলনে উস্কানি দিচ্ছে কংগ্রেস৷ সিএএ-র প্রভাব ভারতীয়দের উপর পড়বে না৷' শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেসকে মোদির খোঁচা, 'শিখরা কি সংখ্যালঘু ছিল না?'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lok sabha, PM Narendra Modi, Sougata Roy