#নয়াদিল্লি: ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণের পর নড়ে গিয়েছিল গোটা দেশ ৷ আচমকাই পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ সেই ঘোষণার পর প্রায় দু’মাস হতে চললেও নোট সমস্যার সমাধান এখনও হয়নি গোটা দেশে ৷ বিপুল পরিমাণে নোট ব্যাঙ্কে জমা পড়লেও এখনও নতুন নোট প্রয়োজন মতো পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ টাকা তোলার ঊর্ধ্বসীমা রয়েছে ৷ এছাড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্ত বদল ৷ এত কিছুর পর আজ, শনিবার বর্ষবরণের রাতে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী ৷ আবার কি নতুন ঘোষণা করেন মোদি, তা জানার জন্য এদিন নববর্ষের উৎসবে সামিল হওয়ার চেয়েও প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিই বেশি উৎসাহ ছিল দেশবাসীর। ভাষণ শেষ হওয়ার পর অবশ্য দেশবাসীর কাছে নতুন বছরের বেশ কিছু উপহারই তুলে দিলেন প্রধানমন্ত্রী ৷ তাতে গৃহ ঋণ ও কৃষি ঋণে ছাড় অন্যতম ৷
প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ির জন্য দুটি নতুন স্কিম আনতে চলেছে সরকার ৷ শহরের জন্য ৯ লক্ষ টাকা গৃহঋণে ৪ শতাংশ ও ১২ লক্ষ টাকায় ৩ শতাংশ ছাড় দেওয়া হবে ৷ অন্যদিকে গ্রামের মানুষের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ৩ শতাংশ ছাড় দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মোদি ৷ যে কৃষক খারিফ-রবি শস্যের জন্য ঋণ নিয়েছিলেন তাদের ৬০ দিনের সুদ সরকার বহন করবে ও তাদের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হবে ৷ তিনমাসের মধ্যে ৩ কোটি কিষাণ ক্রেডিট কার্ডকে ‘রুপে কার্ডে’ রূপান্তরিত করা হবে। এর মাধ্যমেই লেনদেন হবে, কৃষককে ব্যাঙ্কে যেতে হবে না। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্রেডিট গ্যারান্টি ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা করা হবে ৷ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেবে। যার গ্যারান্টি নিচ্ছে সরকার ৷
পাশাপাশি মোদি এদিন জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নগদ লেনদেন ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে আগে ৮ শতাংশ লাভ ধরে কর নেওয়া হত। এবার তাদের ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে ৬ শতাংশ লাভ ধরে কর নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agriculture Loan, Housing Loan, Narendra Modi, PM Address to Nation, নরেন্দ্র মোদি