হোম /খবর /দেশ /
করোনা রুখতে একযোগে লড়াইয়ে ভারত-আমেরিকা, মোদি-ট্রাম্প ফোনে সিদ্ধান্ত

COVID19| করোনা রুখতে একযোগে লড়াইয়ে ভারত-আমেরিকা, মোদি-ট্রাম্প ফোনে সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

করোনা আক্রান্ত ও মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শোচনীয়৷ ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত৷ ইতিমধ্যেই ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ৭৫ জনের মৃত্যু হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাস রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত একসঙ্গে কাজ করতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে করোনা মোকাবিলায় ভারত-মার্কিন একযোগে কাজ নিয়ে দীর্ঘ ও সদর্থক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদি৷ এদিন মোদি ও ট্রাম্পের ফোনে কথা হয়৷

ট্যুইট করে মোদি জানান, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে ফোনে৷ খুবই সদর্থক আলোচনা৷ COVID-19-এর বিরুদ্ধে ভারত-মার্কিন সর্বশক্তি দিয়ে একসঙ্গে লড়বে৷'

করোনা আক্রান্ত ও মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শোচনীয়৷ ভারতেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত৷ ইতিমধ্যেই ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ৭৫ জনের মৃত্যু হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ২ লক্ষ ৮০ হাজার আক্রান্ত৷ ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ শুধু নিউইয়র্কেই ৩০০০ মানুষের মৃত্যু হয়েছে৷ বিশ্বে প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষ করোনা আক্রান্ত৷ ৫৯ হাজার মৃত্যু৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, Donald Trump, Narendra Modi