হোম /খবর /দেশ /
ভারতেও ঢুকে পড়ল করোনা! ভাইরাস রুখতে ট্যুইটারে মোদির পরামর্শ

Coronavirus OutBreak: ভারতেও ঢুকে পড়ল করোনা! ভাইরাস রুখতে ট্যুইটারে মোদির পরামর্শ

শিল্পপতিদের তিনি অনুরোধ করেছেন, কর্মীদের যত বেশি সম্ভব বাড়িতে রেখে কাজ করানোর জন্য৷ PHOTO- FILE

শিল্পপতিদের তিনি অনুরোধ করেছেন, কর্মীদের যত বেশি সম্ভব বাড়িতে রেখে কাজ করানোর জন্য৷ PHOTO- FILE

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লিতে এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় নয়ডার দুটি স্কুল বন্ধ হয়ে গিয়েছে৷ ৪০ জন ছাত্র-ছাত্রীকে আইসোলেশনে পাঠানো হয়েছে৷ যার নির্যাস, ভারতেও ঢুকে পড়ল করোনা৷ এ হেন পরিস্থিতিতে আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ট্যুইটারে মোদি লিখলেন, 'করোনা ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ বিভিন্ন মন্ত্রক ও রাজ্যগুলি একসঙ্গে কাজ করবে৷ ভারতে যাঁরাই ঢুকবেন, তাঁদের প্রতিটি বিমানবন্দরে স্ক্রিনিং করা হবে৷'

করোনা ঠেকাতে মোদির পরামর্শ, ভালো করে হাত ধুতে হবে৷  চোখে, নাকে ও মুখে হাত দেওয়া ঠিক হবে না৷ সামাজিক ভিড় থেকে দূরত্ব বজায় রাখুন৷

করোনা আতঙ্কে নয়ডার দুটি স্কুল আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে স্কুলের পরীক্ষাও। নয়ডার ওই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল কয়েক দিন আগে। সেই পার্টিতে উপস্থিত ছিলেন এক করোনায় আক্রান্ত ব্যক্তিও। উপস্থিত ছিল পাঁচটি পরিবার-সহ ২৫ জন স্কুলের বন্ধুবান্ধবরা।

করোনা আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। স্কুলের সব পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও, দুই পড়ুয়াকে কোয়ারানটাইন্ড করা হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের দাবি, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে সব স্কুলকেই।

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus in India, Coronavirus OutBreak