#নয়াদিল্লি: রবিবার রাত ৯টায় দরজা বা ব্যালকনিতে দাঁড়িয়ে ঘরের সব আলো নিভিয়ে ৯মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর কথায়, 'গোটা দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়ারই প্রতীক হবে এই আলো জ্বালানো৷' ঠিক তার আগের দিন ট্যুইটারে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর একটি কবিতা শেয়ার করলেন মোদি৷
आओ दीया जलाएं। pic.twitter.com/6sc5bplbVy
— Narendra Modi (@narendramodi) April 4, 2020
অটলবিহারি বাজপেয়ী দক্ষ রাজনীতিকের পাশাপাশি অসম্ভব ভালো কবিও ছিলেন৷ একাধিক সাক্ষাত্কারে বাজপেয়ীকে যখন প্রশ্ন করা হয়েছে, রাজনীতিবিদ না হলে আপনি কী হতেন? বাজপেয়ী অকপটে বলেছেন, 'কবি'৷ এমনকী প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব ছাড়ার পরেও কবিতাকেই আঁকড়ে ছিলেন শেষ বয়স পর্যন্ত৷ এ হেন বাজপেয়ীর একটি বিখ্যাত কবিতা, 'আও ফির সে দিয়া জ্বালায়েঁ...৷'
রবিবারের আলোর একতার আহ্বানকে সফল করতে বাজপেয়ীর সেই বিখ্যাত কবিতার ভিডিও ট্যুইট করলেন মোদি৷
দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ৩ হাজার ছুঁতে চলেছে৷ ৬৮ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত৷ গোটা দেশজুড়ে লকডাউন চলছে৷ এ হেন পরিস্থিতিতে রবিবার করোনার বিরুদ্ধে দেশকে একজোট হওয়ার বার্তা দিয়ে রাত ৯টায় ৯ মিনিটে প্রদীপ, মোমবাতি, মোবাইলের ফ্ল্যাশলাইট বা টর্চ জ্বালাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, PM Narendra Modi