#নয়াদিল্লি: সাল ২০১৯, তারিখ ১৪ ফেব্রুয়ারি৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় কনভয় বিস্ফোরণে ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন৷ স্মৃতিতে আজও দগদগে সেই ক্ষত৷ আর ২০২১-এর ১৪ ফেব্রুয়ারি ভারতীয় সেনার এক গর্বের অধ্যায় সূচিত হতে চলেছে৷ সৌজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
আগামী রবিবার চেন্নাইয়ে গিয়ে দেশের সেনার হাতে মোদি তুলে দেবেন ১১৮টি অর্জুন মার্ক ওয়ানএ অত্যাধুনিক ট্যাঙ্ক (Arjun Mark1A)৷ প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত প্রতিদিনই "আত্মনির্ভর" হয়ে উঠছে৷ নতুন অর্জুন ট্যাঙ্কগুলির সংযোজন ফের একবার মোদির "মেক ইন ইন্ডিয়া" ( Make in India) মিশনের ফল৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৮৪০০ কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে এই ট্যাঙ্ক৷ স্থলভাগের সম্মুখ সমরে ভারতের মাটি আরও মজবুত করছে৷
PM Modi to dedicate Arjun tank to the nation on Sunday, Army to get 118 latest tanks Read @ANI Story | https://t.co/riI2aAQ06R pic.twitter.com/PRVb65CmJF
— ANI Digital (@ani_digital) February 12, 2021
অর্জুন ট্যাঙ্কের নকশা ও নির্মাণ পুরোটাই হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন ওরফে ডিআরডিও-র (Defence Research and Development Organisation, DRDO) পৌরহিত্যে৷ ইতিমধ্যেই ভারতের কাছে ১২৪টি প্রথম ব্যাচের অর্জুন রয়েছে৷ পশ্চিম মরুভূমি ও পাকিস্তানের সামনে মোতায়েন রয়েছে৷
ভারতীয় সেনার সাঁজোয়া সৈন্যদলে দু'টি রেজিমেন্টে ভাগ করে এই ১১৮টি অর্জুন ট্যাঙ্কের সংযোজন হবে৷ গতবারের চেয়ে ৬টি কম করা হচ্ছে৷ কারণ ভারতীয় সেনা ট্যাঙ্কের সংখ্যা কমাতে চায়৷ অর্জুনের নয়া সংস্করণ নিয়ে ডিআরডিও অনেক দিন ধরেই কাজ করছে৷ এই প্রজেক্টের দেখভাল করেছেন স্বয়ং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও ডিআরডিও প্রধান সতীশ রেড্ডি৷
অর্জুনের নকশা করেছে ডিআরডিও-র কম্ব্যাট ভেহিকেলস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (Combat Vehicles Research and Development Establishment, CVRDE) এবং সতীশ রেড্ডি৷ এগুলি তৈরি হয়েছে তামিলনাড়ুর আবাদিতে অবস্থিত অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের (Ordnance Factory Board, OFB) হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে (Heavy Vehicles Factory, HVF)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi