হোম /খবর /দেশ /
'নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা?' গান্ধি পরিবারকে তীব্র খোঁচা মোদির

PM Modi Speech In Rajya Sabha: 'নেহরু পদবি ব্যবহার করতে কিসের ভয়? কিসের লজ্জা?' রাজ্যসভায় দাঁড়িয়ে গান্ধি পরিবারকে খোঁচা নরেন্দ্র মোদির

তাঁর দাবি, কিছু লোকজন সরকারি প্রকল্পের নামের পাশে 'নেহরু' না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যান। কিন্তু মোদির প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাঁরা ভুলে যেতে পারেন। এতে তাঁদের ভুল হতে পারে। কিন্ত জওহরলাল নেহরুর পরিবারের বর্তমান প্রজন্ম কেন তাঁর পূর্বপুরুষের পদবি ব্যবহার করে না?

আরও পড়ুন...
  • Share this:

নয়াদিল্লি: বুধবার কিছু বলেননি। বৃহস্পতিবার কি কিছু বলবেন? সকাল থেকেই এই প্রশ্নে সরগরম ছিল জাতীয় রাজনীতি। কিন্তু, বিরোধীদের স্লোগান 'মোদি-আদানি, ভাই-ভাই' স্লোগানের মাঝে দাঁড়িয়েও বিতর্ক প্রসঙ্গে একটা শব্দও খরচ করলেন না তিনি। বরং আক্রমণাত্মক ভঙ্গিতে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যসভায় এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুর দিকে পরিস্থিতি শান্তই ছিল৷ ক্রমে তা উত্তপ্ত হয়ে ওঠে৷ সেখানেই কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরতে শুরু করেন তিনি৷ তার পরেই বিরোধীদের তীব্র আক্রমণ করতে শুরু করেন৷ মোদি বলেন, "কিছু লোকজনের সরকারি প্রকল্পের নাম নিয়ে সমস্যা থাকে। কিছু লোকজন তো প্রকল্পের নামই বদলে দেন। কেউ বলেন, প্রকল্পের নামে কেন সংস্কৃত শব্দ ব্যবহার করা হচ্ছে?"

এরপরেই মোদির তোপ, "হিসেব করে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সরকারি প্রকল্পের নামের সঙ্গে নেহরু জড়িয়ে রয়েছে। ৬০০টি সরকারি প্রকল্পের নাম নেহরুর নামে রাখা হয়েছে।" প্রধানমন্ত্রীর এমন উক্তির সঙ্গে সঙ্গে সমর্থনে টেবিল চাপড়াতে শুরু করেন বিজেপি সাংসদেরা।

আরও পড়ুন: বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’, বক্তৃতায় তবু ঝাঁঝাল আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি

এখানেই থেমে থাকেননি মোদি। এরপরে পদবি নিয়েই সরাসরি গান্ধি পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করেন প্রধানমন্ত্রী। গান্ধি পরিবারকে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রশ্নে বিঁধে মোদির মন্তব্য, "আমি তো বুঝতে পারি না, তাঁর পরিবারের বর্তমান প্রজন্ম এই নেহরু পদবি ব্যবহার করতে ভয় পান কেন? নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা এঁদের?"

তাঁর দাবি, কিছু লোকজন সরকারি প্রকল্পের নামের পাশে 'নেহরু' না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যান। কিন্তু মোদির প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাঁরা ভুলে যেতে পারেন, এতে তাঁদের ভুল হতে পারে, কিন্তু জওহরলাল নেহরুর পরিবারের বর্তমান প্রজন্ম কেন তাঁর পূর্বপুরুষের পদবি ব্যবহার করেন না?

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে ফের কলকাতায় যকের ধন! সংস্থার কর্ণধার ও হিসাবরক্ষককে দিল্লিতে তলব ইডি-র

এদিন কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান মোদি। অভিযোগ করেন, ইন্দিরা গান্ধি তাঁর শাসনকালে অন্তত ৫০ বার ৩৫৬ ধারা প্রয়োগ করেছেন। একাধিক সরকার ফেলা ও ফেলার চেষ্টার সঙ্গে জড়িত এই কংগ্রেস। তিনি বলেন, "ভারত এই পরিবারের কেনা গোলাম নয়। এঁরা সবসময় ভারতীয় সেনাকে অপমান করে।"

গত পরশুই অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এ নিয়ে তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিসও আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তাঁর বক্তৃতার অংশ বাদ গিয়েছে লাইব্রেরি থেকে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Narendra Modi, Rahul Gandhi, Sonia Gandhi