#পুনে: পুনের মঞ্জরি অঞ্চলে সিরাম ইন্সটিটিউটের কারখানায় বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে৷ 'কোভিশিল্ড' সুরক্ষিত থাকলেও, করোনা টিকার আঁতুড়ঘরে প্রাণ হারিয়েছেন ৫ কর্মী৷ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন মোদি ট্যুইটারে লিখলেন, "সিরাম ইন্সটিটিউটের কারখানায় মৃতদের খবরে আমি ব্যথিত৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা৷ এই মুহূর্তে মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷ আমি প্রার্থনা করি যাঁরা আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন৷"
Anguished by the loss of lives due to an unfortunate fire at the @SerumInstIndia. In this sad hour, my thoughts are with the families of those who lost their lives. I pray that those injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) January 21, 2021
এদিন দুপুর ১টা নাগাদ সেরাম ইন্সটিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট থেকে কুণ্ডলী পাকানো আগুনের ধোঁওয়া উঠতে দেখা যায়। প্রাথমিক অনুমান, রাসায়নিক পদার্থ থেকেই এই আগুন ছড়িয়েছে। সূত্রের খবর, আগুন লেগেছে বিসিজি ও রোটাভ্যাকসিন ইউনিটের চতুর্থ ও পঞ্চম তলে। নিউজ১৮-কে আশ্বস্ত করে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধমন্ত্রী রাজেন্দ্র সিং জানিয়েছেন, আগুন লেগেছিল, বিসিজি টিকার কারখানায়। কোভিড ভ্যাকসিনের প্ল্যান্টে কোনও আগুন লাগেনি।