পুনেতে মেট্রো প্রকল্পের (Pune Metro Railway Service) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি খরচে তৈরি হচ্ছে এই মেট্রো রেল পথ। একই সঙ্গে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (পিএমসি) প্রাঙ্গণে ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তিও উন্মোচন করেন মোদি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই সার্ভিস শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: অন্যের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে! ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ! নিশানায় কিন্তু 'বড়' মুখ
মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার। যার মধ্যে ১২ কিলোমিটার চালু হতে চলেছে প্রথম দফায়। একই দিনে ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। মূর্তিটি ১,৮৫০ কেজি গানমেটাল দিয়ে তৈরি। এটির উচ্চতা প্রায় ৯.৫ ফুট।
আরও পড়ুন: সোমবার থেকে বাংলার বহু এলাকায় দীর্ঘক্ষণ বন্ধ থাকবে ইন্টারনেট? কারণ কী জানেন!
সূত্রের খবর, রবিবার বিকেল ৩টের সময় চালু হবে মেট্রোটি (Pune Metro Railway Service)। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেট্রোটি যাত্রীদের যে বহুল সুবিধা করবে সে কথা বলাই বাহুল্য়।
পঞ্জাবের মতো কোনও ঘটনা যাতে না ঘটে সে কথা মাথায় রেখে এদিন নিরাপত্তায় মোড়া ছিল পুনে। যে কোনও রকম গোলযোগ এড়াতে সক্রিয় ছিল পুলিশ ও প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Narednra Modi, Pune