corona virus btn
corona virus btn
Loading

গুজরাত নির্বাচন: CM মোদির কাছে হারলেন PM মোদি

গুজরাত নির্বাচন: CM মোদির কাছে হারলেন PM মোদি
File Photo

গুজরাত নির্বাচন থেকেই ২০১৯-কে পাখির চোখ করতে চাইছে বিরোধীরা। শ'য়ের নীচে বিজেপির আটকে যাওয়াকে হার হিসেবেই দেখছেন বহু রাজনৈতিক বিশ্লেষক।

  • Share this:

#আহমেদাবাদ: গুজরাত নির্বাচন থেকেই ২০১৯-কে পাখির চোখ করতে চাইছে বিরোধীরা। শ'য়ের নীচে বিজেপির আটকে যাওয়াকে হার হিসেবেই দেখছেন বহু রাজনৈতিক বিশ্লেষক। আদতে এই নির্বাচনের ফল যথেষ্টই ইঙ্গিতবাহী।

গুজরাত নির্বাচনের ফলে ২০১৯-এর প্রস্তুতি। সম্মানের লড়াইয়ে বিজেপির কষ্টকর জয়ের অঙ্ক জন্ম দিল নয়া রাজনৈতিক সমীকরণের। শতাংশের হিসেবে দেখলে সর্বোচ্চ হিসেবেই গণ্য হতে পারে এই জয়।

শতাংশের হিসেব
--২০১৪ লোকসভা নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পায় বিজেপি --এই বিধানসভা ভোটে ৪৯. ১ শতাংশ ভোট পেয়েছে ---এ রাজ্যে ৩৪ বছরের শাসনেও বামেরা ৪৪ শতাংশের বেশি পায়নি --গুজরাতে ৪৯ শতাংশের বেশি ভোট পেয়েও মাত্র ৯৯টি আসন বিজেপির

অর্থাৎ বিরোধী ভোট একজোট হলেই জয় কতটা কষ্টকর হয় তার প্রমাণ মিলল। যা ২০১৯-এ দেশজুড়ে বিজেপি বিরোধীদের একজোট করতে উৎসাহী করবে। ইতিমধ্যেই তার ইঙ্গিত তৃণমূলনেত্রীর কথায়।

পরিসংখ্যানের দিক থেকে বিজেপির দীর্ঘদিনের রাজত্ব চালানো গুজরাত বা মোদির বিকাশের আঁতুরঘর সরকার বিরোধীতার নিদর্শন হয়ে রইল।

নোটা-রাজ

---৮টি আসনে জয়ী প্রার্থী হাজারের কম ভোটে জিতেছেন --যার সবকটিতেই নোটা-য় মত দিয়েছেন ২ হাজারের বেশি মানুষ ---যার মধ্যে অন্যতম গোধরার মত আসন ----সব মিলিয়ে গুজরাতে ৫ লক্ষের বেশি মানুষ নোটা-য় মত দিয়েছেন ---- অর্থাৎ এই ভোট বদলে দিতে পারত নির্বাচনের ফল

মোদি--অমিত যূগলবন্দি গুজরাত উতরে দিয়েছে। তাঁদের শারীরিক ভাষাতেও পরিস্থিতির বিপদ বোঝার ইঙ্গিত রয়েছে। কিন্তু পরিসংখ্যানের তাৎপর্য ২০১৯-এর জন্য বিরোধীদের জোট বাধতে অবশ্যই উৎসাহী করবে।

এই লেখায় সমস্ত বক্তব্য লেখকের নিজস্ব মতামত ৷ 

First published: December 19, 2017, 4:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर