#নয়াদিল্লি: ঝাড়খণ্ডের ঘটনায় অবশেষে মৌনতা ভাঙলেন প্রধানমন্ত্রী ৷ বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণে নরেন্দ্র মোদির মুখে উঠে এল ঝাড়খণ্ডের এক গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ৷ তিনি বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক ৷ দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ তাদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা দেওয়া হবে ৷ কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা রাজ্যকে দোষারোপ সঠিক নয় ৷
ঝাড়খণ্ডের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর মন্তব্য, হিংসা নিয়ে বিভাজন করা যায় না ৷ হিংসার ঘটনা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ বা কেরল, যেখানেই হোক না কেন, নিন্দার যোগ্য ৷ তবে একটা ঘটনার জন্য গোটা ঝাড়খণ্ডকে কাঠগড়ায় তোলা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷
অসহিষ্ণুতা। সদ্য যার শিকার হয়েছেন ঝড়খণ্ডের এক যুবক। জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল ওই সংখ্যালঘু তরুণকে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধারের পরও প্রাণে বাঁচানো যায়নি।
ঝাড়খণ্ডের টনার রেশ থামতে না থামতেই সামনে এল এরাজ্যের ঘটনা। সোমবার জয় শ্রীরাম না বলায় মাদ্রাসা শিক্ষককে মারধর শুধু নয়,চলন্ত ট্রেন থেকে ফেলার ঘটনা ঘটল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jharkhand, Jharkhand Lynching, Narendra Modi, Parliament, PM Modi, Rajya Sabha