#দেহরাদুন: একগুচ্ছ সরকারি কর্মসূচি নিয়ে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ হলদিয়ায় বিপিসিএলের এলপিজি টার্মিনাল ও ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর কাছে উত্তরাখণ্ডে তুষারধসে ভয়ঙ্কর বিপর্যয়ের খবর পান৷ তখন থেকেই তিনি উত্তরাখণ্ডের খোঁজখবর নেওয়া শুরু করেন৷
হলদিয়া থেকেই ট্যুইট করে জানান যে, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক৷ গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে এবং সাধারণ মানুষের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন তিনি৷ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী৷ এবং তিনি বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকেও উদ্ধারকাজের বিষয় তথ্য নিয়েছেন৷
Am constantly monitoring the unfortunate situation in Uttarakhand. India stands with Uttarakhand and the nation prays for everyone’s safety there. Have been continuously speaking to senior authorities and getting updates on NDRF deployment, rescue work and relief operations.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी ने अभी-अभी फ़ोन कर तपोवन आपदा के बारे में जानकारी ली।प्रधानमंत्री जी ने सभी ज़रूरी मदद का आश्वासन दिया एवं राहत कार्यों में कोई भी कसर ना छोड़ने की हिदायत दी। प्रधानमंत्री जी का उत्तराखंड के प्रति स्नेह ही है कि आज यह उनका चौथा कॉल था।
— Trivendra Singh Rawat (@tsrawatbjp) February 7, 2021
তুষারধসে বিধ্বস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকেও ফোন করেও পরিস্থিতির হালহকিকত জানেন তিনি৷ তাও একবার নয়, এদিন রাত পর্যন্ত চারবার ফোন করেছেন৷ ত্রিবেন্দ্র সিং ট্যুইট করে সেই কথা জানিয়ে লেখেন, "সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদজি তপোবন বিপর্যয় সম্পর্কে খোঁজখবর নিতেই আমাকে ফোন করেছিলেন৷ উনি সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন৷ এবং ত্রাণ কাজে কোনও রকম ফাঁক থাকবে না বলেও জানান তিনি। উত্তরাখণ্ডের প্রতি প্রধানমন্ত্রী যে কত'টা অনুরক্ত তা তাঁর আজকের চতুর্থবারের ফোন কলই বুঝিয়ে দিলেন৷"