Union
Budget 2023

Highlights

হোম /খবর /দেশ /
প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, শোকপ্রকাশ মোদি-রাহুলের

‘তিনি ছিলেন আমার শিক্ষক’,অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে শোকপ্রকাশ রাহুলের, শোকবার্তা মোদিরও

টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রী পদে থাকার রেকর্ড রয়েছে তাঁর ৷ পাঁচবারের সাংসদ ও চারবারের এই বিধায়ক ছিলেন সমস্ত কংগ্রেস শীর্ষ নেতা-নেত্রীর প্রিয় পাত্র

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সব লড়াই শেষ ৷ প্রণব দাশগুপ্তের পর ফের ইন্দ্রপতন রাজনীতিতে ৷ প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা তরুণ গগৈ ৷ প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে ৷ ট্যুইটে শোক প্রকাশ শোকার্ত রাহুল গান্ধির ৷ শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷

করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে ওঠলেও  কোভিড পরবর্তী উপসর্গে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ গত কয়েকদিন ধরে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি ৷ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তেমন সাড়া দিচ্ছিলেন ৷ সোমবার বিকেলে সমস্ত লড়াই শেষ ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসমের সবথেকে জনপ্রিয় কংগ্রেসি নেতা ৷ বয়স হয়েছিল ৮৬ বছর ৷

আরও একটি রত্ন, আরও এক নেতা হারাল কংগ্রেস ৷ তরুণ গগৈর মৃত্যুসংবাদ পেয়ে ট্যুইটারে শোকবার্তা রাহুলের ৷ তিনি লেখেন,‘ শ্রী তরুণ গগৈই ছিলেন একজন সত্যিকারের কংগ্রেসি নেতা ৷ অসমের সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ উনি আসলে একজন মহান ও দূরদর্শী শিক্ষক ছিলেন ৷ আমি ওনাকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভালবাসতাম ৷ ওনার অনুপস্থিতি অনুভব করব ৷ ওনার পরিবারের জন্য আমার ভালবাসা ও সমবেদনা রইল ৷’

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ট্যুইটে তিনি লিখেছেন, ‘শ্রী তরুণ গগৈজি ছিলেন একজন জনপ্রিয় নেতা এবং একজন অভিজ্ঞ প্রশাসক ৷ অসমের রাজনীতির সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতেও তাঁর সমান দক্ষতা ছিল ৷ ওনার মৃত্যুর খবরে আমি ব্যথিত ৷ এই শোকের সময়ে ওনার পরিবার ও সমর্থকদের জন্য সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷’

অসমের রাজনীতির অন্যতম স্তম্ভ তরুণ গগৈ ৷ মূল কংগ্রসি ভাবধারা ও আদর্শই ছিল এই জনপ্রিয় নেতার সম্বল ৷ টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রী পদে থাকার রেকর্ড রয়েছে তাঁর ৷ পাঁচবারের সাংসদ ও চারবারের এই বিধায়ক ছিলেন সমস্ত কংগ্রেস শীর্ষ নেতা-নেত্রীর প্রিয় পাত্র ৷ তাঁর প্রয়াণে অসমের রাজনীতিতে বড় শূন্যতা তৈরি হল ৷

Published by:Elina Datta
First published:

Tags: Tarun Gogoi