• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Air India One: ভারতে এসে পৌঁছল ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীদের জন্য অত্যাধুনিক এই বিমানে কী কী রয়েছে ? জেনে নিন

Air India One: ভারতে এসে পৌঁছল ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীদের জন্য অত্যাধুনিক এই বিমানে কী কী রয়েছে ? জেনে নিন

Image Credit: Shashanka Nanda

Image Credit: Shashanka Nanda

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই অত্যাধুনিক সুরক্ষার বলয়ে মোড়া বিমান ‘Air India One’ ব্যবহার করবেন ৷

 • Share this:

  #নয়াদিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে পৌঁছল ‘এয়ারফোর্স ওয়ান’ ধাঁচের ভিভিআইপিদের জন্য বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ ৷ ১৫ ঘণ্টার দীর্ঘ উড়ান শেষে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এই বিমানটি ৷ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই অত্যাধুনিক সুরক্ষার বলয়ে মোড়া বিমান ব্যবহার করবেন ৷

  অনেক আগেই বিমানটি ভারতে এসে পৌঁছনোর কথা থাকলেও এর আগে দু-দু’বার এয়ার ইন্ডিয়া ওয়ান আসার তারিখ পিছিয়ে যায় ৷ অবশেষে বৃহস্পতিবার পয়লা অক্টোবর মোদি-কোবিন্দদের জন্য নতুন বিমান এসে পৌঁছল দিল্লিতে ৷ আমেরিকার টেক্সাসের ওর্থ বিমানবন্দর থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছতে পাক্কা ১৫ ঘণ্টা সময় লাগে এয়ার ইন্ডিয়া ওয়ানের ৷

  এই আধুনিক বিমানে রয়েছে সেলফ প্রোটেকশন স্যুট ৷ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টার মেসার্স, আধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম ৷ অর্থাৎ যে কোনও মিসাইল হানা থেকে এই অত্যাধুনিক বিমান একেবারেই সুরক্ষিত ৷

  আপাতত একটি বিমান এসে পৌঁছলেও ভবিষ্যতে আরও কয়েকটি এয়ার ইন্ডিয়া ওয়ান আসবে ভারতে ৷ অনেকটা মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এই বিশেষ বিমানগুলি তৈরি হয়েছে৷ এতে রয়েছে অত্যাধুনিক ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে মাঝ-আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও ও ভিডিও যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি, এই বিমানের নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট।

  Published by:Siddhartha Sarkar
  First published: