#নয়াদিল্লি: গোটা দেশ, দুনিয়া কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ড নিয়ে সরব ৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড় ৷ রাজনৈতিক মহল থেকে সংস্কৃতি মহল ৷ কাঠুয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে ৷ বিরোধী দলনেতা বার বার প্রশ্ন তুলছে এই ধরণের ভয়ানক ঘটনার পরেও কেন চুপ আছেন মোদি? কেন মোদি কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না ? অবশেষে সব নীরবতা ভেঙে মুখ খুললেন প্রধানমন্ত্রী ৷ শুক্রবার মোদি জানালেন, ‘কালপ্রিটদের কোনওরকম ক্ষমা করা হবে না !’
প্রধানমন্ত্রীর কথায়, ‘যে ঘটনার কথা গত দু’দিন ধরে গোটা দেশে আলোড়ন তুলেছে ৷ তা কখনও কোনও সভ্য সমাজে ঘটতে পারে না ৷ দেশ হিসেবে, সমাজ হিসেবে এই ঘটনা খুবই লজ্জার ৷ আমি গোটা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ৷ এই ঘটনার সঙ্গে জড়িতে মানুষগুলোকে কোনওমতেই ক্ষমা করা হবে না ৷ আমার দেশের মেয়েরা ন্যায় পাবেই !’
অন্যদিকে, কাঠুয়া ধর্ষণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের সমর্থন জানানোয় জম্মু ও কাশ্মীরের দুই বিজেপি নেতা চন্দ্র প্রকাশ গঙ্গা ও লাল সিং চাপের মুখে পড়েন ৷ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নির্দেশে মন্ত্রীসভা থেকে ইস্তাফাও দেন এই দুই মন্ত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।