কলকাতা: সুপ্রিম কোর্টে গড়াল নতুন সংসদ ভবন উদ্বোধনের বিতর্ক৷ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা রুজু করা হল৷ সেখানে আবেদন করা হয়েছে, যেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি, সেই বিষয়ে দেশের শীর্ষ আদালত যেন সংসদের সচিবালয়কে নির্দেশ দেয়৷ অভিযোগ করে বলা হয়েছে, ভারত সরকার ভারতীয় সংবিধানকে লঙ্খন করছে, সংবিধানের প্রতি যথেষ্ট সন্মান প্রদর্শন করছে না৷ এই বিষয়ে মামলা করলেন অ্যাডভোকেট সিআর জয়া সুকিন৷
আবেদনে লেখা হয়েছে, ‘ভারতের সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা৷ তার মধ্যে রয়েছেন দেশের রাষ্ট্রপতি ও রয়েছে দু’টি কক্ষ৷ রাজ্যসভা ও লোকসভা৷ ভারতের রাষ্ট্রপতি সংসদের এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ তা হলে কেন নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে ও বর্তমানে উদ্বোধনের অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতিকে বাইরে রাখা হল৷ এই ঘটনার ফলে দেশের মানুষের প্রতি এক প্রকার অসন্মান প্রদর্শন করা হল৷’
বুধবার কড়া ভাষাতে এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন রাহুল গান্ধি৷ তিনি বলেছিলেন, সংসদ ‘একগুঁয়েমির ইট’ দিয়ে তৈরি হয়নি৷ তাঁর অভিযোগ, নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ্ববান না করা ও তাঁর হাত দিয়ে নতুন ভবনের উদ্বোধন না করানো, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতি একটি অপমান৷’ মে মাসের ২৮ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই উদ্বোধনী অনুষ্ঠানের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছিলেন অন্য কংগ্রেস নেতারাও৷
তার আগে ১৯টি বিরোধী দল, যার মধ্যে রয়েছে কংগ্রেস, বাম, আপ ও তৃণমূল, জানিয়ে দিয়েছিল তারা উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করতে চলেছে৷ তাদের অভিযোগ ছিল, এমন উদ্বোধনী অনুষ্ঠানের মানেই হয় না, যে অনুষ্ঠানে গণতন্ত্রের অন্তরের সমস্ত নির্যাস ফেলে দেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New parliament building