#দিল্লি: এপ্রিল মাসের মাঝামাঝি সময়। দিল্লিতে পিৎজা বয়ের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। ওই ডেলিভারি বয় ৭২টি পরিবারের কাছে পিজা পৌঁছে দিয়েছিলেন। এই ঘটনায় করোনা আতঙ্ক ছড়িয়েছিল গোটা দিল্লি জুড়ে। ডেলিভারি বয়ের চিকিৎসা চলছিল। প্রায় একমাস হাসপাতালে চিকিৎসা চলার পর ওই যুবককে আজ ছেড়ে দেওয়া হয় । করোনা টেস্টে নেগেটিভ আসার পরই যুবককে ছাড়া হয়। এই খবর আজ পিটিআই তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানায়।
Pizza delivery agent, who had tested positive for #COVID19 in Delhi last month, has been discharged from hospital after recovery: Official
— Press Trust of India (@PTI_News) May 12, 2020
পিৎজা বয়ের দেহে করোনা ভাইরাস পাওয়া যেতেই, দিল্লির ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। শুধু তাই নয় ওই যুবক কার কার সংস্পর্শে এসেছিল তাঁর খোঁজ চালানো হয়। তাঁর সঙ্গে কাজ করা ১৬ জন সহকর্মীকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। সংক্রমণের খোঁজ পাওয়ার পর থেকেই ওই পিৎজা প্রস্তুতকারক সংস্থার দোকান বন্ধ। তবে ওই যুবকের সংস্পর্শে আসা সকলেরই করোনা টেস্ট নেগেটিভ এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Delhi, Pizza delivery boy