corona virus btn
corona virus btn
Loading

অবশেষে দিল্লির পিৎজা ডেলিভারি বয়ের দেহে করোনা নেগেটিভ ! হাসপাতাল থেকে ছাড়া হল তাঁকে !

অবশেষে দিল্লির পিৎজা ডেলিভারি বয়ের দেহে করোনা নেগেটিভ ! হাসপাতাল থেকে ছাড়া হল তাঁকে !
photo source collected

ওই ডেলিভারি বয় ৭২টি পরিবারের কাছে পিজা পৌঁছে দিয়েছিলেন।

  • Share this:

#দিল্লি: এপ্রিল মাসের মাঝামাঝি সময়। দিল্লিতে পিৎজা বয়ের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। ওই ডেলিভারি বয় ৭২টি পরিবারের কাছে পিজা পৌঁছে দিয়েছিলেন। এই ঘটনায় করোনা আতঙ্ক ছড়িয়েছিল গোটা দিল্লি জুড়ে। ডেলিভারি বয়ের চিকিৎসা চলছিল। প্রায় একমাস হাসপাতালে চিকিৎসা চলার পর ওই যুবককে আজ ছেড়ে দেওয়া হয় । করোনা টেস্টে নেগেটিভ আসার পরই  যুবককে ছাড়া হয়। এই খবর আজ পিটিআই তাঁদের ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে জানায়।

পিৎজা বয়ের দেহে করোনা ভাইরাস পাওয়া যেতেই, দিল্লির ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। শুধু তাই নয় ওই যুবক কার কার সংস্পর্শে এসেছিল তাঁর খোঁজ চালানো হয়। তাঁর সঙ্গে কাজ করা ১৬ জন সহকর্মীকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। সংক্রমণের খোঁজ পাওয়ার পর থেকেই ওই পিৎজা প্রস্তুতকারক সংস্থার দোকান বন্ধ। তবে ওই যুবকের সংস্পর্শে আসা সকলেরই করোনা টেস্ট নেগেটিভ এসেছে।

Published by: Piya Banerjee
First published: May 12, 2020, 5:38 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर