#নাগপুর: হার্লে ডেভিডসনের একটি লিমিটেড এডিশন বাইকে সওয়ার দেশের প্রধান বিচারপতি । এই ছবিই এখন ট্যুইটার-এ টপ ট্রেন্ড ।
বাইকের প্রতি প্রেম শৈশব থেকে । প্রধান বিচারপতি হওয়ায় পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন তিনি । আগে একটি বুলেট ছিল । সেই বাইক তিনি চালাতেন । চলতি বছরের প্রথমদিকে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েন বোবদে । জানা গিয়েছে, হার্লে ডেভিডসনের একটি বাইক টেস্ট ড্রাইভের সময় পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান । ফলে বেশ কিছুদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন । সুপ্রিম কোর্টেও যেতে পারেননি । তারপরেও যদিও তাঁর বাইক প্রীতি বিন্দুমাত্র কমেনি ।
Chief Justice of India SA Bobde trying out Harley Davidson. (Harley Davidson Limited edition CVO 2020) @harleydavidson #SupremeCourt pic.twitter.com/6bDv0g4n2P
— Bar & Bench (@barandbench) June 28, 2020
প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বর্তমানে নাগপুরে রয়েছে । সেখানেই রবিবার একটি শো-রুমে গিয়ে হার্লে ডেভিডসনের লিমিটেড এডিশিন ‘সিভিও ২০২০’ বাইকটি চালিয়ে দেখেন । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় শো-রুমের তরফে । এরপরেই তা ছড়িয়ে পড়ে মুহূর্তে । জানা গিয়েছে , ‘সিভিও ২০২০’ লিমিটেড এডিশিন বাইক । অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম সিভিও ২০২০-র অন্যতম বৈশিষ্ট্য । বাইকটির ওজন ৪২৮ কেজি । ভারতের বাজারে দাম প্রায় ৫১ লক্ষ টাকা । এদিন প্রধান বিচারপতির পাশাপাশি ছবিতে হার্লে ডেভিডসন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ করা গিয়েছে ।
I like ppl who love life. No false pretensions. No false sense of protocol. Lutyens delhi full of such ppl. Just saw this pic on social media of our current CJI Sharad Bobde. A different person. Positions come & go. But you hv 1 life. pic.twitter.com/EFEr23KdP0
— Vivek Tankha (@VTankha) June 28, 2020
প্রসঙ্গত , গত বছর ১৭ নভেম্বর রঞ্জন গগৈয়ের অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসেন এস এ বোবদে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harley Davidson superbike, SC Chief Justice, Sharad Arvind Bobde