Home /News /national /
হার্লে ডেভিডসনে চড়ে রাস্তায় দেশের প্রধান বিচারপতি বোবদে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

হার্লে ডেভিডসনে চড়ে রাস্তায় দেশের প্রধান বিচারপতি বোবদে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

‘সিভিও ২০২০’ লিমিটেড এডিশিন বাইক । ওজন ৪২৮ কেজি । ভারতের বাজারে দাম প্রায় ৫১ লক্ষ টাকা ।

 • Share this:

  #নাগপুর: হার্লে ডেভিডসনের একটি লিমিটেড এডিশন বাইকে সওয়ার দেশের প্রধান বিচারপতি । এই ছবিই এখন ট্যুইটার-এ টপ ট্রেন্ড ।

  বাইকের প্রতি প্রেম শৈশব থেকে । প্রধান বিচারপতি হওয়ায় পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন তিনি । আগে একটি বুলেট ছিল । সেই বাইক তিনি চালাতেন । চলতি বছরের প্রথমদিকে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েন বোবদে । জানা গিয়েছে, হার্লে ডেভিডসনের একটি বাইক টেস্ট ড্রাইভের সময় পড়ে গিয়ে গোড়ালিতে চোট পান । ফলে বেশ কিছুদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন । সুপ্রিম কোর্টেও যেতে পারেননি । তারপরেও যদিও তাঁর বাইক প্রীতি বিন্দুমাত্র কমেনি ।

  প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বর্তমানে নাগপুরে রয়েছে । সেখানেই রবিবার একটি শো-রুমে গিয়ে হার্লে ডেভিডসনের লিমিটেড এডিশিন ‘সিভিও ২০২০’ বাইকটি চালিয়ে দেখেন । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় শো-রুমের তরফে । এরপরেই তা ছড়িয়ে পড়ে মুহূর্তে । জানা গিয়েছে , ‘সিভিও ২০২০’ লিমিটেড এডিশিন বাইক । অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম সিভিও ২০২০-র অন্যতম বৈশিষ্ট্য । বাইকটির ওজন ৪২৮ কেজি । ভারতের বাজারে দাম প্রায় ৫১ লক্ষ টাকা । এদিন প্রধান বিচারপতির পাশাপাশি ছবিতে হার্লে ডেভিডসন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ করা গিয়েছে ।

  প্রসঙ্গত , গত বছর ১৭ নভেম্বর রঞ্জন গগৈয়ের অবসরের পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসেন এস এ বোবদে ।

  Published by:Shubhagata Dey
  First published:

  Tags: Harley Davidson superbike, SC Chief Justice, Sharad Arvind Bobde

  পরবর্তী খবর