#নয়াদিল্লি: ফের দাম বাড়ল ভতুর্কির রান্নার গ্যাসের ৷ সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৯৩ পয়সা ৷ গত এক মাসে এই নিয়ে দু’বার দাম বাড়ল ভতুর্কির রান্নার গ্যাসের ৷ ভর্তুকি কমানোর জন্য এই দাম বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে ৷নতুন দাম বাড়ার পর দিল্লিতে একটি ১৪.৪ কেজি সিলিন্ডারের দাম এবার ৪২১.১৬ টাকা থেকে বেড়ে গিয়ে হল ৪২৩.০৯ টাকা ৷ এর আগে পয়লা জুলাই প্রতি সিলিন্ডারে ১ টাকা ৯৮ পয়সা দাম বাড়ানো হয়েছিল ৷এর আগে ভর্তুকির বোঝা কমাতে প্রত্যেক মাসে প্রতি সিলিন্ডারে ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কেরোসিনের ক্ষেত্রে মাসে প্রতি লিটার ২৫ পয়সা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ আগামী দশ মাস ধরে ২৫ পয়সা করে কেরোসিনের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার ৷