#শ্রীনগর: অমরনাথে জঙ্গি হামলা নিয়ে উঠে চাঞ্চল্যকর তথ্য ৷ শুক্রবার জঙ্গি যোগ থাকার সন্দেহে পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মিরের গাড়ির চালককে আটক করেছে পুলিশ ৷
পুলওমার বাসিন্দা তৌসিফ আহমেদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তার অমরনাথ যাত্রীদের উপর হামলার সঙ্গে তার যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ এছাড়া আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷
সাত মাসে আগে বিধায়কের গাড়ির চালক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, তৌসিফ তাদের সঙ্গে সহযোগিতা করছে ৷ শুক্রবার ছ’সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে অমরনাথ যাত্রীদের উপর হামলার তদন্ত করার জন্য ৷
কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের একটি বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় মৃত্যু হয় সাত জন তীর্থযাত্রীর ৷ আহতের সংখ্যা ২১ ৷