• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৩ বছরের ছেলের থেকে আলাদা হয়ে UPSC-তে ৯০ স্থান দখল করলেন এই মা

৩ বছরের ছেলের থেকে আলাদা হয়ে UPSC-তে ৯০ স্থান দখল করলেন এই মা

ছেলেকে ছেড়ে চলে এসেছিলেন নিজের লক্ষ্যে পৌঁছাতে। প্রথমবারের চেষ্টাতেই অভিষ্টে পৌঁছাতে পেরেছেন অনুপমা।

ছেলেকে ছেড়ে চলে এসেছিলেন নিজের লক্ষ্যে পৌঁছাতে। প্রথমবারের চেষ্টাতেই অভিষ্টে পৌঁছাতে পেরেছেন অনুপমা।

ছেলেকে ছেড়ে চলে এসেছিলেন নিজের লক্ষ্যে পৌঁছাতে। প্রথমবারের চেষ্টাতেই অভিষ্টে পৌঁছাতে পেরেছেন অনুপমা।

 • Share this:

  #পটনা: দেখিয়ে দিলেন বিয়ে কোনও কিছুর সামনে সমস্যা নয় । ইচ্ছা থাকলেই সমাধান হয় তাঁর । মুখে নয়, কাজে করে দেখালেন পটনার এই লড়াকু মা ।

  স্বপ্নটা ছিল, বুকের মধ্যে লালিত হচ্ছিল সযত্নে । সেই স্বপ্নকে আজ আলোর মুখ দেখিয়েছেন অনুপমা সিং । তার জন্য তিন বছর ধরে বিচ্ছিন্ন থেকেছেন নিজের ছেলের থেকে। কিন্তু পিছু হটেননি অনুপমা । ২০১৯-এর সিভিল সার্ভিস পরীক্ষায় তাই আজ তাঁর নামটা ৯০তম আসনে জ্বলজ্বল করছে ।

  অনুপমা পেশায় চিকিৎসক । বিয়ে হযেছিল ২০১৩ সালে। তিন বছর ধরে একটি সরকারি হাসপাতালে নিযুক্ত রয়েছেন তিনি । ২০১৮ সালে হঠাৎই তিনি স্থির করেন চিকিৎসকের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নেবেন তিনি ।

  এ বিষয়ে প্রথমেই কথা বলেন ছেলের সঙ্গে। তাঁর ছেলে অনয় তখন মাত্র তিন বছরের । স্থির করেন সবকিছু ছেড়ে আলাদা থাকতে হবে । পরীক্ষার প্রস্তুতি নিতে চলে আসেন দিল্লিতে । অনুপমা জানাচ্ছেন, নিজের সন্তানের থেকে আলাদা থাকা সবচেয়ে কষ্টের ছিল ।

  অনুপমার কথায়, বিয়ের পর, বিশেষত সন্তান হয়ে যাওযার পর কাঁধে অনেক দায়িত্ব চলে আসে । তার থেকেও বেশি করে আসে মাতৃত্বের বন্ধন । বিয়ের আগে এরকম সিদ্ধান্ত নিয়ে তাকে ফলপ্রসূ করা তুলনায় সহজ । তবে চেষ্টা করলে কী না হয় । শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই অনুপমার । তাই তাঁর স্বামীই ছেলেকে সামলাতেন । অনুপমার ননদও রাঁচিতে চলে আসেন অনয়কে দেখাশোনা করার জন্য । ছেলের সঙ্গে তাঁর কথা হত ভিডিও কলে । ছেলের শৈশবকাল নিজের চোখে না দেখতে পাওয়ায় খুব কষ্ট হত তাঁর । তবে সবসময় ভাবতেন, এভাবে মাঝ পথে সব ছেড়ে চলে যাওয়ার থেকে খুব তাড়াতাড়ি লক্ষ্যভেদ করে ফিরে যাওয়া অনেক ভাল । সম্ভবত সে কারণেই প্রথমবার চেষ্টাতেই অভিষ্টে পৌঁছাতে পেরেছেন অনুপমা।

  Published by:Simli Raha
  First published: