হোম /খবর /দেশ /
পূর্ব ভারতে আরও একটি দারুণ বিমানবন্দর! ১২০০ কোটি ব্যয়ে আধুনিকীকরণ হবে পটনায়

পূর্ব ভারতে আরও একটি দারুণ বিমানবন্দর! ১২০০ কোটি ব্যয়ে আধুনিকীকরণ হবে পটনা বিমানবন্দরের

Photo- File

Photo- File

সামনেই বিধানসভা ভোট বিহারে৷

  • Last Updated :
  • Share this:

#পটনা: সামনেই বিধানসভা ভোট বিহারে। তার আগে কেন্দ্রের বন্ধু সরকারের কাছ থেকে বড়সড় পুরস্কার পেতে চলেছে বিহারের নীতীশ কুমার সরকার। যাত্রী সংখ্যার নিরিখে দেশের মধ্যে গত পাঁচ বছরে সবচেয়ে দ্রুত বেড়েছে পটনা বিমানবন্দর। প্রতি বছর এখন পটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে ৪৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন। বৃদ্ধির এই হারের কথা মাথায় রেখেই ১২১৬.৯০ কোটি টাকা ব্যয়ে পটনা বিমানবন্দরের আধুনিকীকরণ করা হচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আধুনিক বিমানবন্দরে বছরে ৮০ লক্ষ যাত্রী যাতায়াত করার সুবিধে পাবে পটনা।আগামী ২০২৩ সালের মার্চ মাসে পটনা বিমানবন্দরকে আধুনিকীকরণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাতে অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং-সহ থাকবে কারগো কমপ্লেক্স, মাল্টি লেভেল কার পার্কিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল-সহ টেকনিকাল বিল্ডিং, এয়ারপোর্ট ফায়ার স্টেশন এবং ১৫টি এয়ারক্রাফ্ট পার্কিং বে-সহ নিউ অ্যাপ্রন।

আধুনিকীকরণের পরে পটনা বিমানবন্দর বছরে ৮০ লক্ষ যাত্রী বহন করার ক্ষমতা তো পাবেই, তার সঙ্গে যুক্ত হবে ৭লক্ষ বর্গফুট এলাকা জুড়ে পৃথক দ্বিতল অ্যারাইভাল এবং ডিপারচার লেভেল। তার সঙ্গে থাকবে অত্যাধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম,৫২টি চেক-ইন কাউন্টার, পাঁচটি এরোব্রিজ-সহ আরও নানা সুবিধে। যত দিন না নতুন এবং আধুনিক এই বিমানবন্দর তৈরির কাজ শেষ হচ্ছে, তত দিন হ্যান্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিন, রেজিস্ট্রার্ড স্ক্যানিং মেশিন এবং ফ্রিস্কিং মেশিন বাড়িয়ে যাত্রীদের সুবিধে করে দেওয়া হবে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণের এক কর্তা বলেন, "পূর্ব ভারতে এই মুহূর্তে পটনা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এই সময়ে পটনা বিমানবন্দরের আধুনিকীকরণ হলে বিহারে লগ্নি সম্ভাবনাও আরও বাড়বে।"

 SHALINI DATTA

Published by:Debalina Datta
First published:

Tags: Patna Airport