পাকিস্তানের জলসীমায় ভারতের সাবমেরিন? পাক দাবি 'মিথ্যে', জানাল নৌসেনা

ভারতীয় নৌসেনার সাবমেরিন

ভারতীয় নৌসেনার সাবমেরিন

পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের বক্তব্য, ভারতের সাবমেরিনের পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর এটিকে ঠেকানো হয়।

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ভারতীয় নৌসেনার সাবমেরিন পাকিস্তানের জলপথে ঢোকার চেষ্টা করেছিল৷ পাকিস্তান সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে৷ পাকিস্তানের এই দাবিকে উড়িয়ে দিল ভারত৷ ভারতীয় নৌসেনা জানাচ্ছে, কয়েক দিন ধরেই পাকিস্তান মিথ্যে রটাচ্ছে৷ ভারতীয় নৌসেনা এই সব মিথ্যে নিয়ে আদৌ ভাবিত নয়৷ জাতীয় সুরক্ষার স্বার্থে জলসীমান্তে সেনাজাহাজ মোতায়েন করা রয়েছে৷

    ডন-এর প্রকাশিত ভিডিও ডন-এর প্রকাশিত ভিডিও

    পাকিস্তানের জলসীমায় ভারতের একটি সাবমেরিন অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের বক্তব্য, ভারতের সাবমেরিনের পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর এটিকে ঠেকানো হয়।

    পাকিস্তানি নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'পাকিস্তানি নৌবাহিনী তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে সাবমেরিনটিকে পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশ ঠেকিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে ঠেকাল।' ভারতের সাবমেরিনকে রুখে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেচে পাকিস্তান৷ যদিও সেই ভিডিও-টি সত্যি কি না, তা এখনও স্পষ্ট নয়৷

    First published:

    Tags: India Pakistan Tension, Indian Navy, Indian Submarine