#নয়াদিল্লি: আর শুধুমাত্র হিন্দিতে পাসপোর্ট নয় ৷ এখন থেকে ইংরেজি ও হিন্দিতে দুটি ভাষাই থাকবে পাসপোর্টে ৷ শুক্রবার জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷
এছাড়াও বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আট বছরের নীচে ও ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের পাসপোর্ট ফি কমানো হতে চলেছে ১০ শতাংশ ৷ পাশাপাশি রেশন কার্ড জমা দিয়ে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করা যাবে ৷ এর জেরে গ্রামাঞ্চলে থাকা মানুষ যাদের প্যান কার্ড নেই তাদের ক্ষেত্রে উপকার হতে চলেছে ৷
স্বরাজ জানিয়েছেন, বর্তমানে পাসপোর্টে ব্যক্তিগত তথ্য ইংরেজিতে লেখা থাকে ৷ এই নিয়ে তার কাছে বহু অভিযোগ এসেছে ৷ অনেক দেশেই পাসপোর্ট দ্বিভাষিক হয় ৷ তাহলে এ দেশে কেন হিন্দি ব্যবহার করা যাবে না ৷
খতিয়ে দেখা গিয়েছে, পাসপোর্ট বানানোর ক্ষেত্রে যা নিয়ম আছে তার মধ্যে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় ৷ তাই সেগুলি সরলীকরণ ও বদলানোর পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Passport Seva Kendras, Passports, Passports to be in Both English and Hindi, Sushma Swaraj