#বেঙ্গালুরু: ট্রেনের ভিতরে ধূমপান করতে গিয়ে ধরা পড়ে জরিমানা দেওয়ার ঘটনা নতুন কিছু নয়৷ কিন্তু জরিমানা দেওয়ার ভয় থাকলেও কিছু যাত্রী ট্রেনে উঠে লুকিয়ে- চুরিয়ে ধূমপান করবেনই৷ ধরা পড়ে মোটা টাকা জরিমানা দিয়ে রাগে গজগজও করেন অনেকে৷ কিন্তু এক জরিমানা দেওয়ার রাগ থেকে এক রেল যাত্রী যে ঘটনা ঘটালেন, তা শুনলে চমকে উঠবেন যে কেউ!
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রেনের ভিতরে ধূমপান করার জন্য ওই যাত্রীকে জরিমানা করেছিল আরপিএফ৷ সেই রাগ থেকে ট্রেনে বোমা রাখা আছে বলে ফোন করে রেল কর্তৃপক্ষকে হুমকি দেন ওই যাত্রী৷ এই কাজে অভিযুক্ত যাত্রীকে সাহায্য করেন তাঁর ভাই৷ ঘটনাটি ঘটে কর্ণাটক এক্সপ্রেসে৷
আরও পড়ুন: ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত, এই ট্রেনগুলিতে যাত্রায় পাওয়া যাবে অতিরিক্ত সুবিধা!
মঙ্গলবার সন্ধ্যায় আগ্রার আরপিএফ-এর কাছে একটি উড়ো ফোন আসে৷ সেই ফোনে হুমকি দিয়ে বলা হয়, কর্ণাটক এক্সপ্রেস ট্রেনে বোমা রাখা আছে৷ এই ফোন পেয়েই আগ্রায় রেলের কন্ট্রোল রুম থেকে কর্ণাটকের জিআরপি-কে বিষয়টি জানানো হয়৷ ট্রেনটি রাত এগারোটা নাগাদ অন্ধ্র প্রদেশের ধর্মভরম স্টেশনে পৌঁছলে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর নিয়ে ট্রেনের সব বগিতে তল্লাশি চালায় জিআরপি এবং আরপিএফ৷ তল্লাশিতে বেশ কয়েক ঘণ্টা সময় চলে গেলেও কিছুই পাওয়া যায়নি৷ পরে বোঝা যায় ওটি ভুয়ো হুমকি ছিল৷
আরও পড়ুন: পুরী জগন্নাথ দর্শনে যেতে হলে আর Howrah-Sealdah নয়, এই স্টেশন থেকে পাবেন ট্রেন...
এক রেল কর্তা জানিয়েছেন, 'যে ব্যক্তি এই হুমকি দিয়েছে তাঁর এক আত্মীয়কে ট্রেনের ভিতরে ধূমপানের জন্য জরিমানা করেছিল আরপিএফ৷ অভিযুক্তকে জেরা করে তদন্ত চালানো হচ্ছে৷'
১৩ ডিসেম্বর রাত ৯.১৫ মিনিটে নয়া দিল্লি থেকে রওনা দেয় কর্ণাটক এক্সপ্রেস৷ বুধবার বেলা ১.৪০ মিনিটে ট্রেনটি বেঙ্গালুরু সিটি স্টেশনে পৌঁছয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways