টুকলি রুখতে সিসিটিভি, বোর্ডের পরীক্ষায় পাশের হার সবচেয়ে কম , ড্রপ আউটের সংখ্যায় রেকর্ড

২ মে সিবিএসই দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশের পর এবার পালা CBSE দশম শ্রেণীর রেজাল্টের ৷ জল্পনা আজ অর্থাৎ শনিবার ৪ মে প্রকাশিত হতে চলেছে CBSE দশম শ্রেণীর পড়ুয়াদের ফল ৷ File Image

২ মে সিবিএসই দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশের পর এবার পালা CBSE দশম শ্রেণীর রেজাল্টের ৷ জল্পনা আজ অর্থাৎ শনিবার ৪ মে প্রকাশিত হতে চলেছে CBSE দশম শ্রেণীর পড়ুয়াদের ফল ৷ File Image

টুকলি রুখতে সিসিটিভি, বোর্ডের পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার, ড্রপ আউটের সংখ্যায় রেকর্ড

  • Last Updated :
  • Share this:

    #লখনউ: পরীক্ষার হলে টুকলি রুখতে এবছর থেকেই বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। সঙ্গে ছিল কড়া নজরদারি. পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে বোর্ডের এমন সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়ল পাশের হারে। এক ধাক্কায় পাশের হার কমল উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায়। চলতি বছরে পাশের হার এতদিনের মধ্যে সবচেয়ে কম।

    রবিবার উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে দেখা গেল। দশম শ্রেণীতে পাশের হার মাত্র 75.2 শতাংশ, যা গতবারে চিল 81.2 শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করেছে মাত্র 72.4 শতাংশ। 2017 সালে যা ছিল 82.4 শতাংশ।

    আরও পড়ুন

    সরকারি চাকরি খোঁজা ছেড়ে বেকার যুবকদের পানের দোকান খোলার পরামর্শ বিপ্লব দেবের

    উল্লেখযোগ্য, পরীক্ষায় ড্রপ আউটের সংখ্যাও। কড়া নজরদারির ভয়ে এবারের পরীক্ষায় বসেনি প্রায় 10 লাখেরও বেশী পরীক্ষার্থী। গত নয় দশকের মধ্যে পরীক্ষায় না দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যাতে যা রেকর্ড । UPSEB বোর্ডের ডিরেক্টর এএন শর্মার মতে, কড়া নজরদারির কারণেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা বিন্দুমাত্র চিটিং করতে পারেনি। যার কারণে কমেছে পাশের হার।

    অন্যদিকে, পাশের হারে এমন ভরাডুবির মাঝে দশম শ্রেণীর রেজাল্টে চোখ কেড়েছে ছাত্রীরা। দশম শ্রেণীতে ছেলেদের তুলনায় পাশের হারে ও মেধা তালিকায় এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাশের হার 78.8 শতাংশ, সেখানে 72.4 শতাংশ ছাত্র পাশ করেছে ।

    First published:

    Tags: Pass Percentage, UP Board Exam 2018, UP Board Exam 2018 Result, UP Board Exam 2018 Result Out, UP Board Exam Results