#গোপালগঞ্জ: ঠিক একমাস আগে উদ্বোধন হয়েছিল৷ কিন্তু ২৯ দিনও টিকল না ২৬৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু৷ নদীতে জলস্তর বাড়তেই ভেঙে পড়ল সেতু একাংশ৷ যে কাণ্ড নিয়ে ভোটের আগে তুমুল বিতর্ক শুরু হয়েছে বিহারে৷ প্রবল অস্বস্তিতে পড়েছে নীতীশ কুমার সরকার৷ সৌভাগ্যক্রমে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷
গত ১৬ জুন গন্ডক নদীর উপরে পূর্ব চম্পারনের সঙ্গে গোপালগঞ্জের সংযোগকারী ১.৪ কিলোমিটার দীর্ঘ সত্তরঘাট মহাসেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ২০১২ সালের এপ্রিল মাসে কাজ শুরু হওয়ার পর সেতুর কাজ শেষ হতে সময় লাগে ৮ বছর৷ খরচ হয় ২৬৪ কোটি টাকা৷ কিন্তু উদ্বোধনের ২৯ দিনের মাথাতেই এ দিন সেতুর মাঝের কালভার্টটি নদীর জলে তলিয়ে যায়৷ সেতুটি নির্মাণের দায়িত্বে ছিল বিহার রাজ্য পুল নির্মাণ নিগম৷
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গন্ডক নদীর জলস্তর বাড়ছিল৷ জলের স্রোতও ছিল প্রবল৷ তার উপরে এদিন বাল্মিকী নগরে বাঁধ থেকে জল ছাড়ার পর সেই চাপই সহ্য করতে পারেনি সেতুর মাঝে থাকা কালভার্ট৷
ভোটের আগে এই ইস্যু হাতছাড়া করেনি বিরোধী দল আরজেডি এবং কংগ্রেস৷ আরজেডি নেতা তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, '৮ বছরে ২৬৩.৪৭ কোটি টাকায় তৈরি করার পর গত ১৬ জুন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গোপালগঞ্জের সত্তারঘাট সেতুর উদ্বোধন করেছিলেন৷ তার পর ২৯ দিনের মাথায় সেই সেতু ভেঙে পড়ল৷ খবরদার কেউ নীতীশজিকে দুর্নীতিপরায়ণ বলবেন না৷ ২৬৩ কোটি টাকা তো সামান্য অঙ্ক৷ ওনার পোষা ইঁদুররা এই পরিমাণ টাকার মদ্যপান করে!'
263 करोड़ से 8 साल में बना लेकिन मात्र 29 दिन में ढ़ह गया पुल। संगठित भ्रष्टाचार के भीष्म पितामह नीतीश जी इस पर एक शब्द भी नहीं बोलेंगे और ना ही साइकिल से रेंज रोवर की सवारी कराने वाले भ्रष्टाचारी सहपाठी पथ निर्माण मंत्री को बर्खास्त करेंगे। बिहार में चारों तरफ लूट ही लूट मची है। pic.twitter.com/EIcQYPEHn8
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 16, 2020
বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝা ট্যুইটারে কটাক্ষ করে বলেন, ২৬৩.৪৭ কোটি টাকার সেতু ১৬ জুন উদ্বোধন হল, ১৫ জুলাইতে তা ভেঙে পড়ল৷ এবার এর জন্য ইঁদুরদের দোষারোপ করবেন না৷'
২০১৭ সালে বিহারের এক মন্ত্রী দাবি করেছিলেন, ইঁদুররা নদী বাঁধে গর্ত খুঁড়ছে৷ যার ফলে বাঁধগুলি দুর্বল হয়ে গিয়ে বিহারে বন্যা হচ্ছে৷ সেই প্রসঙ্গ তুলেই এ দিন খোঁচা দিয়েছেন বিরোধীরা৷
বিহার সরকারের অবশ্য দাবি, সত্তারঘাট সেতুর অ্যাপ্রোচ রোডের একটি কালভার্ট জলের স্রোতে ভেসে গিয়েছে৷ মূল সেতুর কোনও ক্ষতি হয়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।