নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় জ্বলছে উত্তর-পূর্ব ভারত৷ পরিস্থিতি সামল দিতে ৫ হাজার আধাসামরিক বাহিনী উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোতায়েন করল কেন্দ্র৷
#নয়াদিল্লি: বুধবার রাজ্যসভায় চলছে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা। রাজ্যসভায় বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয়। অঙ্ক বলছে, সংসদের উচ্চকক্ষেও এগিয়ে বিজেপি। রাজ্যসভায় মোট আসন ২৪৫। ফাঁকা রয়েছে পাঁচটি আসন। ফলে বিল পাস করাতে বিজেপির দরকার ১২১। এর মধ্যে রাজ্যসভায় বিজেপির সাংসদ ৮৩। কিন্তু, এনডিএর ভিতরের ও বাইরের বেশ কয়েকটি দল বিজেপির পাশে। সেই হিসেবে বিজেপির হাতে রায়েছে ১২৯। উল্টো দিকে বিরোধীদের দিকে ১০৫ জন সাংসদ।