#পঞ্জাব: হিজবুল নেতার রিয়াজ নাইকু ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবের গুরুদাসপুর থেকে শনিবার সকালে ওই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দু'জনের কাছে মাদক ও নগদ ছিল।
পুলিশ আরও জানাচ্ছে, এই দুই সন্ত্রাসী আসলে হিলাল আহমেদের হয়ে কাজ করতেন। হিলাল আহমেদ ছিলেন রিয়াজ নাইকুর ছায়াসঙ্গী। রিয়াজ হত্যার পর এই দুই জঙ্গি গ্রেফতার ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে পুলিশ। কারণ হিজবুলের অর্থ সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক তৈরি করছিল এই দুই জঙ্গি।
বুধবারই সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শীর্ষ হিজবুল নেতা রিয়াজ নাইকুকে খতম করে। ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পরে হিজবুল নেতা নাইকু জনপ্রিয় হতে শুরু করেছিল। উপত্যকায় নাশকতা ছড়ানো, পুলিশের বড়কর্তাকে অপহরণ-সহ বহু অপরাধমূলক কাজ করেছিল সে। তাকে ধরতে পারলে ১২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।